X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জেল থেকে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনা, নিহত ৫

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০২০, ২৩:২১আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২৩:২১
image

লেবাননের একটি জেল থেকে ৬৯ জন বন্দি পালিয়ে গেছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী (আইএসএফ) জানিয়েছে, শনিবার রাজধানী বৈরুতের কাছের একটি জেল থেকে এসব বন্দি পালিয়ে যায়। তবে পালানোর জন্য বন্দিদের ব্যবহার করা একটি গাড়ি রাস্তার পাশে গাছে আঘাত করলে পাঁচ জন নিহত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কারাগারের বাইরে লেবাননের নিরাপত্তা বাহিনীর অবস্থান

রয়টার্সের খবরে বলা হয়েছে, যেখান থেকে বন্দিরা পালিয়েছে সেটি  বৈরুতের কাছের বাবদা জেলা কারাগারের অংশ হিসেবে ব্যবহার করা হতো। জেলটিতে বিচারাধীন আসামীদের রাখা হতো। তবে জেল থেকে বন্দিরা কিভাবে পালিয়ে যায় বিষয়ে আইএসএফ’র বিবৃতিতে কিছুই বলা হয়নি। এর আগে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, ভোরে কারাকক্ষের দরজা ভেঙে বন্দিরা পালিয়ে যায়।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আয়ুন এক টুইট বার্তায় জানিয়েছেন, জেল পালানোর ঘটনাটি তাকে অবহিত করেছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী। এছাড়া তল্লাশি অভিযান জোরালো করার পাশাপাশি ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আইএসএফ জানিয়েছে, ইতোমধ্যেই পালিয়ে যাওয়া ১৫ বন্দিকে আবারও গ্রেফতার করা হয়েছে আর অপর চার বন্দি স্বেচ্ছায় ফিরে এসেছে। আইএসএফ’র বিবৃতিতে বলা হয়েছে, পালিয়ে যাওয়া বন্দিদের ব্যবহৃত একটি গাড়িকে তারা ধাওয়া করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে আঘাত করলে পাঁচ জন নিহত হয়। ওই দুর্ঘটনায় আহত আরও এক বন্দিকে হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে তারা।

উল্লেখ্য, গত এপ্রিলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, লেবাননের কারাগারে দাঙ্গার ঘটনা ঘটছে। এছাড়া জনাকীর্ণ কারাগারে করোনাভাইরাস সংক্রমণের উদ্বেগ থেকে বন্দিদের মুক্তির দাবিতে স্বজনদের অবরোধ কর্মসূচি আয়োজনের কথাও জানানো হয়।

/জেজে/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা