X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভারতের বিমানঘাঁটিতে হামলায় ক্ষোভের মুখে পাকিস্তান

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০১৬, ১৪:০৫আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৪:১৮
image

রাথনাথ সিং ভারতের বিমানঘাঁটিতে হামলার ঘটনায় সে দেশের সরকার, বিরোধী দল এবং জনতার ক্ষোভের মুখে পড়েছে পাকিস্তান। ভারত কোনও ধরনের আগ্রাসন কিংবা সন্ত্রাসী হামলা সহ্য করবে না এবং এ ধরনের হামলার সমুচিত জবাব দেবে বলে সতর্ক করলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজ নাথ সিং। শনিবার ভারতের পাঞ্জাবের বিমানঘাঁটিতে হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ ওঠার পর দেশটিকে ইঙ্গিত করে এ সতর্কবার্তা দেন তিনি।
শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সেনা পোশাক পরে পাঞ্জাবের পাঠানকোট এলাকার বিমান ঘাঁটিতে হামলা চালায় অন্তত ৬ বন্দুকধারী। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে নিহত হন চারজন। সেসময় নিরাপত্তা বাহিনীর দুই সদস্যও নিহত হন বলে জানানো হলেও পরে আহত আরেক সেনা সদস্যও মারা যান। এ ঘটনায় কেউ দায় স্বীকার না করলেও প্রাথমিকভাবে পাকিস্তানে সশস্ত্র সংগঠন জয়েশ ই মোহাম্মদকে সন্দেহ করা হচ্ছে।
এমন প্রেক্ষাপটে রাজনাথ বলেন, পাকিস্তানসহ সব দেশের সঙ্গে ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারত। পাকিস্তান আমাদের প্রতিবেশী, আমরা শান্তি চাই, কিন্তু ভারতের ওপর যেকোনও ধরনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে যথাযথ জবাব দেওয়া হবে।’
এদিকে এ হামলাকে জাতির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন শিব সেনা নেতা সঞ্জয় রৌত। তিনি বলেন, ‘কাশ্মিরের পর যেভাবে পাঞ্জাবকে সন্ত্রাসী হামলার টার্গেট করা হল তা জাতির জন্য হুমকিজনক।’
প্রতিরক্ষা বিশেষজ্ঞ অজয় সাহনি ক্ষোভ জানিয়ে বলেন, ‘এটি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাসবাদ ব্যবহারের একটি চলমান ধারা।’
এ হামলাকে গভীর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করে এ নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা আরএস সুরজেওয়ালা।
শনিবার পাঠানকোটের সেনাঘাঁটিতে হামলার পর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এলাকাবাসীও।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি
/এফইউ/বিএ/

সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া