behind the news
Vision  ad on bangla Tribune

বিবিসির ওয়েবসাইট হ্যাক করে ‘আইএসবিরোধীরা’

বিদেশ ডেস্ক২২:২৫, জানুয়ারি ০২, ২০১৬

বিবিসির ওয়েবসাইট হ্যাকিংয়ের দাবি করেছে ইসলামিক স্টেট (আইএস)-বিরোধী একটি হ্যাকার গ্রুপ। নিজেদের ‘নিউ ওয়ার্ল্ড হ্যাকিং’ গ্রুপ হিসেবে দাবি করে টুইটারে এ হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে গ্রুপটি।
শুক্রবার নববর্ষের দিন বিবিসির সব ওয়েবসাইট ডিওডিএস আক্রমণের শিকার হয়ে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। অবশ্য বিবিসি আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার ও অস্বীকার কোনোটাই করেনি।
বিবিসির টেকনোলজি প্রতিবেদক ররি সেলান-জোনসকে এক টুইটে ওই হ্যাকার গ্রুপের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা যুক্তরাষ্ট্রভিত্তিক কিন্তু আমরা আইসিসি (আইএস) ও এর সদস্যদের আক্রমণ করতে চাই। আমরা জানি অনেক সময় আমরা যা করি তা সঠিক নয়। কিন্তু সাইবার হ্যাকার ছাড়া অনলাইন সন্ত্রাসীদের থামানো যায় না।’
বিবিসির ওয়েবসাইট হ্যাক করার কারণ সম্পর্কে টুইটে বলা হয়, ‘আমাদের সার্ভারের সর্বোচ্চ ক্ষমতা পরীক্ষা করার জন্য আমরা বিবিসির ওয়েবসাইট হ্যাক করেছি।’
এর আগে গ্রুপটির পক্ষ থেকে বলা হয়, ‘এটা ছিল শুধু টেস্ট। আমরা বেশিক্ষণের জন্য সাইটটি বন্ধ রাখতে চাইনি। আমাদের সার্ভার অনেক শক্তিশালী।’

গ্রুপটির এক সদস্য ওউনজ বিবিসিকে জানিয়েছেন, নিউ ওয়ার্ল্ড হ্যাকিং গ্রুপে ১২ জন সদস্য রয়েছে। এর মধ্যে ৮জন পুরুষ ও ৪জন নারী। ২০১২ সালে তারা একত্রিত হন। সূত্র: বিবিসি।

/এএ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ