behind the news
Vision Led ad on bangla Tribune

চীনে মাও সেতুংয়ের বিশাল মূর্তি

বিদেশ ডেস্ক০৩:৫৫, জানুয়ারি ০৬, ২০১৬

চীনের প্রত্যন্ত একটি গ্রামে দেশটির কিংবদন্তি নেতা ও প্রাক্তন শাসক মাও সেতুংয়ের একটি বিশাল ভাস্কর্য তৈরি করা হয়েছে। সোনার প্রলেপ দেওয়া এই ভাস্কর্যটি ৩৭ মিটার উঁচু। মাও

মাও সেতুংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত ভাস্কর্যের পেছনে খরচ হয়েছে ৪ লাখ ৬০ হাজার ডলার। খরচ বহন করেছেন গ্রামের স্থানীয় ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ী ছাড়াও গ্রামের অনেক সাধারণ মানুষও এতে অংশ নিয়েছেন।

সোনালি রংয়ের ওই প্রতিকৃতিটি বসানো হয়েছে চীনের হেনান প্রদেশের টোনজু গ্রামে। মাও এর নীতি নির্ধারণের ভুলের কারণে ১৯৫০ সালের দুর্ভিক্ষে এই প্রদেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং লাখ লাখ মানুষ না খেয়ে মারা যায়। ফলে ভাস্কর্যটি নিয়ে ইতিবাচক-নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিপুল অর্থ ব্যয় ও ভাস্কর্যের স্থান নির্বাচন নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করেছে। মাও ২

/এমআর/

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ