X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হাইড্রোজেন বোমা পরীক্ষা: বিশ্বজুড়ে উ. কোরিয়ার সমালোচনা

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৬, ২৩:৩৮আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ২৩:৩৮

সফলভাবে হাইড্রোজেন বোমা পরীক্ষার ঘোষণা দেওয়ার পর বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে উত্তর কোরিয়া।  বুধবার রাষ্ট্রীয়ভাবে এ ঘোষণা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘসহ দক্ষিণ কোরিয়া, চীন, জাপান ও যুক্তরাজ্য।

বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, পারমাণবিক পরীক্ষাকেন্দ্র পাঙ্গি-রির কাছেই ৫ দশমিক ১ মাত্রার এক ভূকম্পন ঘটে। এর আগে পাঙ্গি-রিতে তিনটি ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, বুধবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় দেশের প্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন পিয়ং ইয়ং হাইড্রোজেন বোমা তৈরির কথা জানালেও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এ বিষয়ে সন্দিহান ছিলেন।

উত্তর কোরিয়া সফলভাবে হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার নিউইয়র্কে জরুরি বৈঠকে বসে। জাতিসংঘ ও জাপানের আহ্বানে ১৫ সদস্যের এ সংস্থা রুদ্ধদ্বার এ বৈঠক হয়।

ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাথিউ রাইক্রফট সাংবাদিকদের জানান, এ পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ার ওপর নতুন করে আরও কিছু নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার নিন্দা জানিয়ে একে জাপানের জন্য ‘মারাত্মক হুমকি’ ও পরমাণু বিস্তার রোধ প্রচেষ্টার জন্য ‘বড় ধরনের চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করেছেন। অ্যাবে সাংবাদিকদের বলেন, ‘আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। উত্তর কোরিয়া যে পরমাণু পরীক্ষাটি চালিয়েছে তা আমাদের দেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এবং আমরা কিছুতেই তা বরদাশত করব না।’

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হাই উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার সমালোচনা করে একে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি ‘বড় ধরনের উস্কানি’ বলে আখ্যায়িত করেছেন। তিনি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক অবরোধের আহ্বান জানিয়েছেন।

উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিত্র চীনও পারমাণবিক পরীক্ষার বিরোধিতা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বুধবার নিয়মিত ব্রিফিংকালে বলেন, ‘আমরা উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক অস্ত্রমুক্ত করার অঙ্গীকারের প্রতি অবিচল থাকা এবং পরিস্থিতির অবনতি ঘটে এমন কোন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ ব্যমন্ড উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি পরীক্ষাকে উস্কানিমূলক ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ‘মারাত্মক’ লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। সূত্র: এএফপি, বিবিসি, রয়টার্স, আল-জাজিরা।

/এএ/

সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া