X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এখনও জিম্মিদশায় বুরকিনা ফাসোর হোটেল, চলছে চিরুনি অভিযান

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৬, ১৪:৪৭আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৫:০৪
image


হোটেলে অভিযান চালাচ্ছে বুরকিনা ফাসোর নিরাপত্তা বাহিনী বুরকিনা ফাসোর হোটেলে জঙ্গি হামলার পর জিম্মিদের উদ্ধার এবং হামলাকারীদের আটক করতে হোটেলের বিভিন্ন তলায় দেশটির নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার রাতে বন্দুকধারীদের হামলার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। এখন পর্যন্ত সরকারের এক মন্ত্রীসহ ১২৬ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আরও জিম্মি হোটেলের বিভিন্ন তলায় থাকতে পারেন এমন আশঙ্কায় চিরুনি অভিযান চলছে। সেইসঙ্গে অব্যাহত রয়েছে বন্দুকযুদ্ধ।
এরইমধ্যে আলকায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী একিউআইএম হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে জিহাদি সংগঠনগুলোর কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সাইট ইনটেলিজেন্স গ্রুপ। একিউআইএমের তরফে ৩০ জনের মৃত্যু খবর জানানো হয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
শুক্রবার রাতে বুরকিনা ফাসোর ওয়াগাডিউগিউয়ে অবস্থিত বিদেশী নাগরিকদের জন্য ব্যবহৃত স্প্লেনডিড হোটেলে হামলা চালিয়ে সেখানে অবস্থানরতদের জিম্মি করে রাখে বন্দুকধারীরা। দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই অবস্থিত এই হোটেলটিতে জাতিসংঘের কর্মকর্তারাও অবস্থান করে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশ পরা কয়েকজন মানুষ হোটেলের বাইরে একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এবং ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে হোটেলে ঢুকে পড়ে। রাতভর জিম্মিদশার পর শনিবার সকালে হোটেলটিতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বেশ কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধের পর অন্তত ৬৩ জিম্মিকে উদ্ধার করতে সমর্থ হন তারা।

হামলার সময় হোটেলটিতে ঠিক কতজন অবস্থান করছিলেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে দিয়ালো ইসমায়েল নামের এক মানবাধিকারকর্মী কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানান, হামলার সময় হোটেলটিতে প্রায় ৩শ’ মানুষ অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বুরকিনা ফাসোর হোটেলে জঙ্গি হামলায় ২০ জন নিহত

বুরকিনা ফাসোর স্বরাষ্ট্রমন্ত্রী সাইমন কমপাওরে জানান,স্প্লেনডিড হোটেলের কাছের একটি রেস্টুরেন্টের ট্যারেস থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছেন দমকলকর্মীরা।  তিনি জানান, অন্য জিম্মিদের উদ্ধারে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। তবে ১৪৭টি কক্ষবিশিষ্ট ওই চার তারকা হোটেলে এখনও কতজন জিম্মিদশায় রয়েছেন তা নিশ্চিত নয় বলেও জানিয়েছেন তিনি। অভিযানে কোনও হামলাকারী নিহত কিংবা আটক হয়েছেন কিনা সে ব্যাপারেও নিশ্চিত করতে পারেননি তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, অভিযানে স্থানীয় নিরাপত্তা বাহিনীকে সহায়তা দিচ্ছে ফরাসি বিশেষ বাহিনী। হোটেলটিতে মাঝে মাঝে ফরাসি সেনারাও অবস্থান করে থাকেন।

বুরকিনা ফাসোর যোগাযোগমন্ত্রী রেমিস ড্যানজিনাও ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মুক্ত করা জিম্মিদের ৩৩ জন আহত হয়েছেন। এর বাইরে ১৫ জন আহত বিদেশি নাগরিক চিকিৎসা কেন্দ্রে গেছেন।

 উল্লেখ্য, আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানীতে এটিই প্রথম কোনও জঙ্গি হামলা। এর আগে গত নভেম্বরে মালির একটি হোটেলে জঙ্গি হামলার ঘটনায় ২০ জন নিহত হয়েছিলেন। সেই সময়ও হামলার দায় স্বীকার করে একিউআইএমসহ দুটি সশস্ত্র গোষ্ঠী। সূত্র: দ্য গার্ডিয়ান, আলজাজিরা

 

/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা