X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আয়লানের বিকল্প কার্টুনে শার্লি এবদোকে জবাব দিলেন জর্ডানের রাণী

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৬, ২৩:৪৭আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ০১:৪০
image

বিপন্ন মানবতার প্রতীক হয়ে তুরস্ক উপকূলে ভেসে ওঠা তিন বছরের সিরীয় শরণার্থী আয়লান কুর্দিকে নিয়ে শার্লি এবদোর আঁকা বিতর্কিত কার্টুনের বিপরীতে নিজ দেশের এক কার্টুনিস্টের আঁকা পাল্টা কার্টুনকে সামনে এনেছেন জর্ডানের রাণী রানিয়া। প্রতিবাদী ওই কার্টুনে আয়লানকে ভবিষ্যতের সম্ভাব্য ডাক্তার হিসেবে দেখানো হয়েছে। কদিন আগে, আয়লান বড় হয়ে একজন যৌন নিপীড়নকারী হতো এমন ইঙ্গিত দিয়ে কার্টুন প্রকাশ করে শার্লি এবদো।

জর্দানের রাণী রানিয়া
জার্মানিতে বর্ষবরণের অনুষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনায় শরণার্থীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষাপটে চলতি জানুয়ারিতে সর্বশেষ সংস্করণে আয়লান কুর্দিকে নিয়ে কার্টুন প্রকাশ করে ঘৃণা ও বিদ্বেষ উৎপাদনকারী ফরাসি সাময়িকী শার্লি এবদো। কার্টুনে দেখানো হয়, দুই ব্যক্তি এক নারীর পেছনে দৌড়াচ্ছেন। ওই কার্টুনের ইনসার্টে উপকূলে পড়ে থাকা আয়লান কুর্দির মৃতদেহের সেই ছবিটি সেঁটে দেওয়া হয়। ছবিতে জিজ্ঞাসা রাখা হয়, আয়লান কুর্দি বড় হয়ে কী হতেন? আর কার্টুনের একেবারে উপরে দেওয়া উত্তরে বলা হয়, তিনি হয়তো জার্মানির যৌন নিপীড়কদের মতো হতেন।
এরই বিপরীতে পাল্টা এক কার্টুন এঁকেছেন জর্ডানের কার্টুনিস্ট ওসামা হাজ্জাজ। সেই কার্টুনে দেখানো হয়েছে, আয়লান ভবিষ্যতে একজন ডাক্তার হতে পারতেন।

ভিন্ন কার্টুনে প্রতিরোধ
হাজ্জাজের কার্টুনটি টুইটারে পোস্ট করে রানিয়া লিখেছেন, 'আয়লান একজন ডাক্তার হতে পারতেন, কিংবা একজন শিক্ষক হতে পারতেন, হতে পারতেন একজন সন্তানপ্রেমী বাবা।'

জর্দানের রাণীর টুইট
উল্লেখ্য, চলতি জানুয়ারিতে আয়লানের কার্টুনটি প্রকাশের পরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে শার্লি এবদো। এটাকে বর্ণবাদী ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন অনেকে। কারও কারও মতে, মুক্ত মত আর ব্যঙ্গের আড়ালে মূলত বর্ণবাদী আচরণ করে শার্লি এবদো।
এর আগে গত সেপ্টেম্বরেও আয়লানকে নিয়ে বিতর্কিত কার্টুন প্রকাশ করে শার্লি এবদো। সেসময়ও বিদ্বেষ ছড়ানোর চেষ্টার অভিযোগ ওঠে শার্লি এবদোর বিরুদ্ধে। সিরিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচার আশায় ইউরোপে যাওয়ার জন্য মা-বাবা ও পাঁচ বছরের এক ভাইয়ের সঙ্গে নৌকায় পাড়ি জমিয়েছিল আয়লান।কিন্তু তুরস্কের উপকূলে ডুবে যায় তাদের নৌকা।২ সেপ্টেম্বর উপকূলে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয় আয়লানের মরদেহ। আয়লান হয়ে ওঠে বিপন্ন মানবতার প্রতীক। সূত্র: মিডল ইস্ট আই, বিবিসি


/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না