X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
পারমাণবিক চুক্তি বাস্তবায়ন সন্তোষজনক: আইএইএ

ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহার

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৬, ০৪:৪৬আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ০৪:৫০

ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহার বিশ্বের ছয় পরাশক্তি রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি বাস্তবায়ন করায় ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ ইরান নিয়েছে- জাতিসংঘের পর্যবেক্ষক দল আইএইএ-এর এই ঘোষণার পর এ পদক্ষেপ নেওয়া হয়। শনিবার ভিয়েনাতে আইএইএ-এ ঘোষণা দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এ কথা জানা গেছে।

আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহারের ফলে বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত এবং আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারবে ইরান।

ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি জানান, ইরান প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় চুক্তি অনুসারে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের ওপর পারমানবিক কর্মসূচি সংক্রান্ত অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। ভিয়েনাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জন কেরি বলেন, ইরান চুক্তি অনুযায়ী উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাৎক্ষণিকভাবে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করেছে। এতে ইরানি জনগণের জন্য সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে।

গত জুলাইয়ে সাক্ষরিত চুক্তি বাস্তবায়িত হওয়ায় যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে বন্ধু রাষ্ট্র এবং পুরো বিশ্ব পারমাণবিক হুমকি থেকে রক্ষা পেয়েছে বলেও মন্তব্য করেন কেরি।

জাতিসংঘ পর্যবেক্ষক দলের ঘোষণার পর ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি জাতিকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন।

গত বছর জুলাইয়ে ইরান ও বিশ্বের ছয় পরাশক্তির মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়েছিল। চুক্তির রূপরেখা এমনভাবে করা হয়েছে যাতে করে ইরান পারমাণবিক বোমা বানাতে না পারে। চুক্তি অনুসারে, ইরান নিজের স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম কমাতে রাজি হয়েছে। যার অর্থ সেন্ট্রিফিউজের পরিমাণ কমানো, যা সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহারে কাজে লাগে। চুক্তির মূল বিষয় ছিল,  ইরান আগামী ১০ বছরে বোমা তৈরির জন্য যথেষ্ট উপাদান মজুত করতে পারবে না।

/এএ/

সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)