X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বুরকিনা ফাসোতে অপহৃত অস্ট্রেলীয় দম্পতির মুক্তির জন্য ফেসবুকে প্রচারণা

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৬, ২১:০২আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ২১:০২

বুরকিনা ফাসোতে অপহৃত অস্ট্রেলীয় দম্পতির মুক্তির জন্য দেশটির এক শহরের মানুষেরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। অপহৃত ড. কেন এলিয়ট ও জেসেলিন এলিয়ট ১৯৭০ সাল থেকে মালি সীমান্তে জিবো শহরে একটি হাসপাতাল পরিচালনা করে আসছেন। বিবিসির এক খবরে এ কথা জানা গেছে।

শুক্রবার রাতে (১৬ জানুয়ারি) দেশটির রাজধানীতে হোটেলে হামলার দিন এ দম্পতিকে অপহরণ করা হয়েছে। হামলায় ১৮টি দেশের অন্তত ২৯ জন নাগরিক নিহত হন। তবে এটা স্পষ্ট নয় হামলাকারীরাই এ দম্পতিকে অপহরণ করেছে কিনা। আলকায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী একিউআইএম এ হামলার পেছনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মালির সশস্ত্র সংগঠন আনসার দিনে’র মুখপাত্র হামাদু আর খালিনি অস্ট্রেলীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আল-কায়েদা সংশ্লিষ্ট সাহারা গ্রুপ এই দম্পতিকে আটক রেখেছে।

এ সশস্ত্র গ্রুপটি মালির উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে।

অস্ট্রেলীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপহরণের কোনও কারণ এবং দম্পতির অবস্থান সম্পর্কে জানা যায়নি।

৮০ বছর বয়স্ক এলিয়ট  দম্পতি ১২০ শয্যার একটি হাসপাতাল পরিচালনা করেন। যেখানে একমাত্র সার্জন হচ্ছেন ড. এলিয়ট। এই দম্পতির মুক্তির জন্য জবো শহরের বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। জিবো সাপোর্টস ড. কেন এলিয়ট- শিরোনামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে।  আর তাতে ব্যাপক সাড়া পড়েছে শহর জুড়ে। সেখানে বলা হয়েছে, অনেক রোগী তার জন্য অপেক্ষায় আছেন।

স্থানীয় বাসিন্দা মৌসা ডিকো লিখেছেন, আমাদের সবার জন্য এলিয়ট। শিশুর যেমন মা প্রয়োজন, আমাদেরও তেমনি তাকে প্রয়োজন।’

আরেক বাসিন্দা ফ্রাসোয়া রামদি লিখেছেন, ‘তিনি (এলিয়ট)  মানবতার সবচেয়ে ভালো প্রতিনিধি।’

রুটস হাসানি নামে অপর এক বাসিন্দা লিখেছেন, যে ঈশ্বর এলিয়টকে আমাদের কাছে পাঠিয়েছেন এবং ফেরত আনবেন, সেই ঈশ্বরের নাম যেনও এ হীন কাজে (অপহরণ) ব্যবহার করা না হয়।’ সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!