behind the news
Vision  ad on bangla Tribune

২৫ বছরে সবচেয়ে শ্লথগতিতে চীনের অর্থনীতি

বিদেশ ডেস্ক১০:৫০, জানুয়ারি ১৯, ২০১৬

গত বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৯ শতাংশ যা গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শ্লথ। মঙ্গলবার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সরকার এই তথ্য প্রকাশ করে।  china
যদিও ২০১৫ সালে অন্তত ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য রাখা হয়েছিল, তবে তাতে পৌঁছতে পারেনি চীন। বৈশ্বিক অর্থনীতির চালক হিসেবে বিবেচিত চীনের প্রবৃদ্ধির এই শ্লথগতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে তৈরি করেছে উদ্বেগ।
এ প্রসঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি খোয়াসিয়াং বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হলেও তা গ্রহণযোগ্য যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে।’  
তবে এক দশকেরও বেশি সময় দ্রুত প্রবৃদ্ধি ঘটায় গত কয়েক বছরের এই ধীরগতি চীনকে সংকটের মুখে ফেলছে।ফলে কেন্দ্রীয় সরকার রফতানি ও বিনিয়োগের পরিবর্তে পণ্য ও সেবা বিক্রয়ের দ্বারা চালিত অর্থনীতিকেই গুরুত্ব দিতে আগ্রহী হচ্ছে।তবে এই চ্যলেঞ্জ মোকাবেলা করা চীনের জন্য সহজ হচ্ছেনা বলেই মনে করছেন বিশ্লেষকরা।  

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন, চীনের প্রকৃত প্রবৃদ্ধি প্রকাশিত সরকারি তথ্যের চেয়েও কম হতে পারে। সুত্র: বিবিসি

/ইউআর/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ