X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লাদেনের মরদেহের ছবি তুলেছিলেন কিলিং মিশনে অংশ নেওয়া মার্কিন সেনা

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৬, ২৩:০১আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ২৩:০১

নিহত আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেননৌ, সেনা ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত মার্কিন নেভি সিল বাহিনীর এক সাবেক সদস্য ওসামা বিন লাদেনের লাশের ছবি তুলেছিলেন। অননুমোদিত ছবি তোলার কারণে ওই সেনার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে শাস্তি পেতে হতে পারে ওই সেনাকে। দ্য ইন্টারসেপ্টের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানা গেছে।
সিল টিমের অভিযানে ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে নিহত হন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন। অভিযানে ম্যাথিউ বিসোনেট নামে এই সেনা অংশ নিয়েছিলেন। লাদেনের মরদেহের ছবি তোলার ক্ষেত্রে মার্কিন সরকারের নিষেধাজ্ঞা ছিল।
ম্যাথিউ বিসোনেট নামে এ নেভি সিল সদস্যের গুলিতেই লাদেন নিহত হন। সম্প্রতি ওই অভিযান নিয়ে ম্যাথিউয়ের লেখা বই ‘নো ইজি ডে’ বইয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত কর্মকর্তাদের কাছে তিনি লাদেনের মরদেহের ছবি তোলার বিষয়টি স্বীকার করেছেন। যে কম্পিউটারে লাদেনের এসব ছবি রেখেছিলেন সেই কম্পিউটারের হার্ডডিস্ক তদন্ত কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছেন তিনি।
ম্যাথিউ জানান, যাতে করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া না হয় সেজন্য তিনি হার্ডডিস্ক তদন্ত কর্মকর্তাদের দিয়েছেন।

তদন্তকারীরা ম্যাথিউয়ের কম্পিউটারে পরামর্শক ও মার্কিন নেভি সিল টিম-৬-এ কাজ করার ছবি ও বিস্তারিত তথ্য পেয়েছেন।

মার্কিন সরকার লাদেনের মৃত্যুর পর তার দেহের কোনও ছবি প্রকাশ করেনি। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়, অভিযানে নিহত হওয়ার লাদেনের লাশ সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লাদেনকে জাতীয় নিরাপত্তায় হুমকি  এবং যুক্তরাষ্ট্র এ জয় উদযাপন করবে না বলে উল্লেখ করেছিলেন।

ম্যাথিউয়ের এক আইনজীবী রবার্ট লাসকিন জানান, তার মক্কেলের বিরুদ্ধে আগেই তদন্ত হয়েছে। জাস্টিস ডিপার্টমেন্ট গত আগস্টে তদন্ত বন্ধ করে দেয়।

লাসকিন আরও জানান, ২০১৪ সালে তিনি সরকারের সঙ্গে ম্যাথিউয়ের এক চুক্তি করান। যাতে করেন ম্যাথিউ তার বইয়ের লাভের কয়েক মিলিয়ন ডলার সরকার দিতে রাজি হন।

তবে লাদেনের মরদেহের ছবির বিষয়ে লাসকিন কোনও মন্তব্য করতে রাজি হননি।

কম্পিউটারে তদন্তকারীরা লাদেনের ছবির পাশাপাশি কিছু তথ্য পেয়েছেন যার ভিত্তিতে তার বিরুদ্ধে আরও বড় আকারের তদন্ত করবে দেশটির ন্যাভাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ সার্ভিস। তদন্তকারীরা ইতোমধ্যে ম্যাথিউয়ের ব্যবসায়িক ক্ষেত্রগুলোতে অনুসন্ধান শুরু করেছেন। নিজের সামরিক সরঞ্জাম সরবরাহ প্রতিষ্ঠানে অননুমোদিতভাবে সিল এর যোগাযোগ কাজে লাগিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে তারা। সূত্র: ডন, টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা