X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

পুতিনের ইশারাতেই রুশ গুপ্তচর খুন!

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৬, ১৭:৪০আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৮:২৭

সম্ভবত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইশারাতেই সাবেক সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি’র গুপ্তচর আলেকজান্ডার লিটভিনেনকো’র গুপ্তহত্যা সম্পন্ন হয়। ৩০০ পৃষ্ঠার এক তদন্ত প্রতিবেদনে এমন দাবি করেছেন ব্রিটিশ তদন্তকারীরা। তবে ব্রিটেনের এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছে রাশিয়া।

পুতিনের ইশারাতেই রুশ গুপ্তচর খুন!

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রতিবেদনকে অস্বচ্ছ বলে মন্তব্য করা হয়েছে। ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত রুশ গুপ্তচর আন্দ্রেই লুগোভোই বলেছেন, এটা ব্রিটিশ কর্তৃপক্ষের একটা দুর্বল প্রয়াস যে একটি কঙ্কালকে ব্যবহার করে তারা সুবিধাজনক রাজনৈতিক অবস্থানে পৌঁছাতে চায়।

আলেকজান্ডার লিটভিনেনকো অবশ্য মৃত্যুশয্যায় গোয়েন্দাদের বলেছিলেন, তার বিশ্বাস পুতিন সরাসরি তাকে হত্যার নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত পুতিন সাবেক এই কেজিবি এজেন্টের গুপ্তহত্যার বিষয়টি অনুমোদন করেছিলেন।

বৃহস্পতিবার এ প্রতিবেদন নিয়ে কথা বলেন তদন্ত দলের প্রধান রবার্ট ওয়েন। তিনি বলেন, হয়তো দীর্ঘদিনের শত্রুতার জেরে সাবেক গোয়েন্দা আলেকজান্ডার লিটভিনেনকো’কে হত্যার বিষয়ে সায় দেন রুশ নেতা।

সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর বর্তমান রাশিয়ায় কেজিবি'র পরিবর্তিত রূপ হিসেবে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি) গঠিত হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রাপ্ত তথ্য উপাত্তের ও বিশ্লেষণের ভিত্তিতে এটা বলা যায়, সম্ভবত আলেকজান্ডার লিটভিনেনকো’কে খুনের জন্য এফএসবি প্রধান নিকোলাই পাতরুশেভ এবং প্রেসিডেন্ট পুতিন এফএসবিকে অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছিলেন।

একটি হোটেলে গ্রিন টি পানের তিন সপ্তাহের মাথায় ২০০৬ সালের ২৩ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন আলেকজান্ডার লিটভিনেনকো। ধারণা করা হয় ওই গ্রিন টি’র মাধ্যমে তার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছিল।

মৃত্যুর আগে ১০ বছর ব্রিটেনে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন আলেকজান্ডার লিটভিনেনকো। দেশটিতে তিনি রাজনৈতিক আশ্রয়ে ছিলেন।

লিটভিনেনকো’র শরীরে পোলোনিয়াম-২০ নামের তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি পাওয়া গিয়েছিল। এই খুনের সন্দেহভাজন ছিলেন দুই রুশ গোয়েন্দা আন্দ্রেই লুগোভোই এবং কোভতুন। ব্রিটেনের পক্ষ থেকে রাশিয়ার কাছে ওই দুই সন্দেহভাজনের হস্তান্তর দাবি করা হয়। তবে ওই দাবি নাকচ করে দিয়ে রাশিয়া জানায়, এটা রুশ সংবিধানের পরিপন্থী।

লুগোভোই-এর দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে এ ঘটনার সঙ্গে তাকে জড়ানো হয়েছে। কোভতুনও এ হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন। তবে ব্রিটেনের পুলিশ বলছে, আন্দ্রেই লুগোভোই এবং কোভতুন নামের ওই দুই রুশ নাগরিক চা পান করানোর মধ্য দিয়ে আলেকজান্ডার লিটভিনেনকো’কে হত্যা করেছেন। সূত্র: আল জাজিরা, বিবিসি।

/এমপি/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন