behind the news
Vision  ad on bangla Tribune

ডোমিনিকান রিপাবলিকে জিকা ভাইরাসে আক্রান্ত ১০

বিদেশ ডেস্ক২২:১৮, জানুয়ারি ২৪, ২০১৬

ক্যারিবিয়ান রাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকানে ১০ জন মশাবাহিত জিকা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আলটাগ্রাসিয়া গুজম্যান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে পাঠানো নমুনা পরীক্ষা করে দেখা গেছে যে ২৭ জনের শরীরে জিকা ভাইরাস ছিল বলে সন্দেহ করা হয় তাদের মধ্যে ১০ জনের শরীরে ভাইরাসটি পাওয়া গেছে।
এই ভাইরাসের কারণেই নবজাতক শিশুরা ত্রুটিপূর্ণ অবস্থায় জন্মগ্রহণ করে। এর নাম মাইক্রোসেফারিক। এই রোগের কারণে শিশুরা অস্বাভাবিক ছোট মাথা নিয়ে জন্ম গ্রহণ করে। এর ফলে শিশুদের মস্তিষ্কে বড় ধরনের ক্ষতি হতে পারে।সূত্র: এএফপি

/এএ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ