X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মার্স ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৬, ২২:৫৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ২৩:২৮

মার্স ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে মার্স ভাইরাস সংক্রমনের বিষয়ে সতর্ক করেছে। শনিবার মধ্যপ্রাচ্য থেকে থাইল্যান্ডে আসা এক পর্যটকের শরীরে মার্স ভাইরাস শনাক্ত হওয়ার পর এ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং জানান, সর্বশেষ মার্স ভাইরাস শনাক্তের বিষয়টি মনে করিয়ে দেয় মানুষের শরীরের মধ্য দিয়ে যেসব দেশে এ ভাইরাসের উৎপত্তি সেসব দেশ থেকে তা এ অঞ্চলের দেশগুলোতে ছড়ানোর শঙ্কা বিদ্যমান।
তিনি আরও জানান, এ বিষয়ে এতদ অঞ্চলের দেশগুলোকে আগাম সতর্কতা নিতে হবে যাতে করে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভুটান, উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড ও পূর্ব তিমুর।
গত সাত মাসে থাইল্যান্ডে দ্বিতীয় মার্স আক্রান্তের ঘটনা এটি। ২২ জানুয়ারি ব্যাংককে ৭১ বছর বয়সী এক লোকের শরীরে মার্স ভাইরাস পাওয়া যায়। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভাইরাস থাকার বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাকে সংক্রমণ রোগ ইন্সটিটিউটে নেওয়া হয়। থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ব্যক্তির সঙ্গে তার ছেলেসহ যে ৩৫ জন ভ্রমণ করছিলেন তাদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে গত বছর জুনে থাইল্যান্ডে আরেক ওমানি নাগরিকের শরীরে মার্স ভাইরাস পাওয়া গিয়েছিল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।

২০১২ সালে প্রথম সৌদি আরবে এই ভাইরাসের অস্তিত্ব আবিষ্কৃত হয়। এই রোগের নাম দেওয়া হয় মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম বা সংক্ষেপে মার্স। করোনা ভাইরাস গোত্রীয় বলে ভাইরাসটির নাম মার্স করোনা ভাইরাস। মার্স করোনা ভাইরাসের বিপরীতে অ্যান্টিভাইরাস আবিষ্কৃত হয়নি। এখনও আবিষ্কৃত হয়নি কার্যকর টিকাও। ভাইরাসটি প্রাণঘাতী বলে বিবেচিত।  সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া