X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
পূর্ব এশিয়ায় আকস্মিক শীত

তাইওয়ানে ৮৫ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৬, ১৯:৪৫আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৯:৪৫

পূর্ব এশিয়াজুড়ে আকস্মিক শীতে তাইওয়ানে অন্তত ৮৫ জনের প্রাণহানি হয়েছে। দক্ষিণ কোরিয়ায় আটকা পড়েছেন প্রায় ৬০ হাজার পর্যটক। কোরিয়ার পর্যটনদ্বীপ জেজুতে তুষারপাতের কারণে বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া হংকং, চীনের দক্ষিণাংশ ও জাপানেও অকস্মাৎ শীতের তীব্রতা বেড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এসব তথ্য জানা গেছে।

তাইওয়ানের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সপ্তাহের শেষ দিকে আকস্মিক তাপমাত্রা কমে যাওয়ায় হাইপোথারমিয়া ও হৃদরোগে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের বেশির ভাগই বয়সে বৃদ্ধ এবং দেশটির উত্তরাঞ্চলের তাইপেই ও তাওউয়ান এলাকার বাসিন্দা। এ দুই এলাকায় ৬৬ জনের প্রাণহানি ঘটেছে। বাকি ১৬ জনের দক্ষিণাঞ্চলের শহর কাওসিয়াংয়ের বাসিন্দা।

রবিবার গত ৪৪ বছরের মধ্যে তাইপেই শহরের তাপমাত্রা সর্বনিম্ন ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। তাইওয়ানের বেশিরভাগ বাড়িতে হিটিং ব্যবস্থা নেই। অনেকের হৃদরোগ ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা হচ্ছে বলে জানা গেছে। এক নগর কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, এটা স্বাভাবিক তাপমাত্রা নয়। কিন্তু হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়ায় তা মানুষের নিঃশ্বাস ব্যবস্থায় প্রভাব ফেলছে।

কর্তৃপক্ষ বৃদ্ধ নাগরিকদের ঘরে থাকতে এবং নিজেদের উষ্ণ রাখার পরামর্শ দিয়েছে।

দক্ষিণ কোরিয়ায় জেজু দ্বীপে পাঁচ শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সাপ্তাহিক ছুটিতে কয়েকবাজার পর্যটক ওই দ্বীপে ভ্রমণে গিয়েছিলেন। ফলে তারা আটকা পড়েছেন।

হংকংয়ে গত ৬০ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দক্ষিণ চীনের গুয়াংজু ও শেনজেন শহরেও তাপমাত্রা কমে গেছে। তুষারঝড়ের কারণে শনি ও সোমবার জাপানে ছয় শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। জাপানে অন্তত ৫ জনের প্রাণহানী ও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

এছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভিয়েতনাম ও থাইল্যান্ডেও তাপমাত্রা কমে গেছে। ব্যাংককে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়ামের নিচে অবস্থান করছে। রবিবার ভিয়েতনামে দুই দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস।

/এএ/বিএ/

সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি