X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভিনগ্রহীদের অস্তিত্ব থাকলে তাদের দেখা মেলে না কেন

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৬, ১৯:৪৫আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৯:৪৬
image

ভিনগ্রহীদের অস্তিত্ব থাকলে তাদের দেখা মেলে না কেন হরহামেশাই তো শোনা যায়, এই গ্রহে যাতায়াত রয়েছে এলিয়েন তথা ভিনগ্রহীদের। কিন্তু প্রশ্ন হল, যদি ভিনগ্রহীরা সৌরজগতেই থাকে, তবে তাদের দেখা মেলে না কেন? উত্তর দিয়েছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা। তাদের বরাতে বিজ্ঞানভিত্তিক সংবাদমাধ্যম সায়েন্স.কম জানাচ্ছে, ভিনগ্রহীরা হয়তো বিলুপ্ত হয়ে গেছে!
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির জ্যোতির্জীবনবিজ্ঞানীদের মতে, পৃথিবীর বাইরে অন্যান্য স্থানে জীবন খুব সংক্ষিপ্ত হয়। খুব দ্রুতই একটি প্রজাতির বিলুপ্তি ঘটে। তারা যা বলতে চান তাতে বোঝা যায়, পৃথিবীতে আসা ভিনগ্রহীদের ক্ষেত্রেও তাই ঘটেছে। জীবন কিভাবে বিকশিত হয়, তা নিয়ে গবেষণা করতে গিয়ে গবেষকরা উপলব্ধি করেছেন, সৌরজগতের বিভিন্ন স্থানে তাপ অথবা ঠাণ্ডার পরিবর্তনজনিত কারণে দ্রুতই প্রাণের বিলুপ্তি ঘটে।
অ্যাস্ট্রোবায়োলজি নামের জার্নালে প্রকাশিত এ সংক্রান্ত এক প্রবন্ধের লেখক আদিত্য চোপড়া সায়েন্স ডেইলির কাছে মন্তব্য করেন, পৃথিবী খুবই বাসযোগ্য হওয়ায় অনেক বিজ্ঞানীই এটা মনে করেন যে, ভিনগ্রহীদের দিয়ে পৃথিবী ভরে যাওয়ার কথা। তারপরও তাদের দেখা মেলে না কেন? তাদের প্রবন্ধে এর উত্তর আছে বলে মন্তব্য করেন চোপড়া।
ওই প্রবন্ধে চোপড়ার সহলেখক, চার্লি লাইনওয়েবার দাবি করেন, ৪শ কোটি বছর আগে সৌরজগতের তিনটি স্থানে প্রাণের বাসযোগ্যতা ছিলো। পৃথিবীর বাইরেও ভেনাস আর মার্স প্রাণের বসবাসের উপযুক্ত ছিলো। আস্তে আস্তে ভেনাস তাপে পূর্ণ এবং মার্স বরফে আচ্ছাদিত হয়ে যায়। তার মতে, যদি এটা ঠিক হয়ে থাকে যে, ভিনগ্রহীরা পৃথিবীতে আসত, তাহলে কেন আর তাদের দেখা মেলে না, তাদের এই গবেষণা প্রবন্ধে তার উত্তর আছে। হয়তো তারা বিলুপ্ত হয়ে গেছে! সূত্র: সায়েন্স ডেইলি

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা