X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হামলার পর খুলেছে পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৬, ২২:০৪আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ২৩:২২

হামলার পর খুলেছে পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয় জঙ্গি হামলায় বন্ধ হওয়ার কয়েকদিন পরে পুনরায় পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। তবে শিক্ষকরা নিরাপত্তা ও অস্ত্র রাখার অনুমতি দাবি করে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত করেছেন।
পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, সোমবার নিহতদের জন্য বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। হামলার পর চারসাদ্দাতে বন্ধ করে দেওয়া সব শিক্ষা প্রতিষ্ঠানও খুলছে। বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে সংহতি সমাবেশ ও চারসাদ্দা শহরে শান্তি পদযাত্রা আয়োজন করা হয়েছে।
গত বুধবার পাকিস্তানের চারসাদ্দাতে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফের ওপর  চার বন্ধুকধারীর গুলি বর্ষণ করে। এক বছর আগে পেশাওয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবানদের হামলায় নিহত হয় ১৪০ শিশুসহ ১৫১ জন।
বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় হামলাকারীদেরকে কয়েকজন বিভিন্নভাবে সহায়তা দিয়েছিলেন বলে দাবি করেছে সে দেশের নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে আটককৃত ৫ জনকে  মিডিয়ার সামনে হাজির করা হয়। তুলে ধরা হয় তাদের ভূমিকা। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন খবরটি নিশ্চিত করেছে। এদিকে তদন্তে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন সেদেশের সামরিক ও গোয়েন্দা প্রধানরা।

শনিবার এক সংবাদ সম্মেলনে ৫ সন্দেহভাজনকে হাজির করেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অসীম বাজওয়া। তিনি জানান, হামলাকারীদের আশ্রয় প্রদান, গাড়ি ও অস্ত্র সরবরাহসহ বেশ কিছু সহযোগিতার অভিযোগে তাদের আটক করা হয়েছে। সেসময়, হামলার মূল হোতা খলিফা মনসুর এবং এক রিপোর্টারের মধ্যকার ফোনালাপের অডিও ক্লিপটি বাজানো হয়। যে নাম্বারটি থেকে ফোন করা হয়েছিল তা আফগান নাম্বার ছিল বলেও দেখান অসীম বাজওয়া। তবে তিনি এও বলেন যে, পাকিস্তান সরকারের কোনও বিবৃতিতেই হামলার জন্য আফগান সরকারকে দায়ী করা হয়নি। কেবল পাকিস্তানের সেনাপ্রধান আফগানিস্তানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং হামলার তথ্যগুলো তাদের অবহিত করেছেন।

গত বুধবার (২০ জানুয়ারি) সকালে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার চারসাদ্দায় অবস্থিত বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় বন্দুকধারীরা। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন ৪ বন্দুকধারী। পেশাওয়ার হামলার মূল হোতা ওমর মনসুর এক ফেসবুক পোস্টের মাধ্যমে দাবি করেছেন, তেহরিক ই তালেবান, পাকিস্তানের তরফে এই হামলা চালানো হয়েছে। তবে তালেবানের এক মুখপাত্র তা অস্বীকার করে ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, যারা এর সঙ্গে তালেবানকে জড়াচ্ছে, তাদের বিচারের আওতায় নেওয়া হবে। সূত্র: ট্রিবিউন এক্সপ্রেস, বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!