X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

কিশোরদের নির্জন কারাবাসে নিষেধাজ্ঞা ওবামার

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৬, ১৭:২৫আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৭:২৫
image

বারাক ওবামা কিশোর অপরাধীদের নির্জন কারাবাসের ওপর নিষেধাজ্ঞার মধ্য দিয়ে প্রাদেশিক কারাব্যবস্থায় সংস্কারের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেইসঙ্গে নির্বাহী ব্যবস্থায় প্রাপ্তবয়স্কদের নির্জন কারাবাসও সীমিত করেছেন তিনি।  সোমবার এ সংস্কারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।
ওবামা বলেন, নির্জন কারাবাসের সাজা অতিরিক্তভাবে ব্যবহার করা হচ্ছে এবং তা কিশোর অপরাধীদের মানসিক ভারসাম্য নষ্ট করছে।
এছাড়া কম মাত্রার অপরাধ সংঘটিত করেছেন এমন অপরাধীদের ক্ষেত্রে নির্জন কারাবাসের সাজাদানে নিষেধাজ্ঞাসহ আরও বেশ কয়েকটি ক্ষেত্রে নির্বাহী ব্যবস্থা প্রয়োগ করেন ওবামা।
নতুন নিয়ম অনুযায়ী, একজন অপরাধীকে সর্বোচ্চ দুমাসের জন্য নির্জন কারাবাস দেওয়া যাবে। বর্তমান আইনে তা সর্বোচ্চ ৩৬৫ দিন বলা আছে।
ফেডারেল ব্যুরো অব প্রিজন্স-এর আওতায় কীভাবে নির্জন কারাবাস ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে তা যাচাইয়ে বিচার বিভাগকে নির্দেশ দেওয়ার ছয় মাস পর সংস্কারের ঘোষণা দিলেন ওবামা।


প্রাদেশিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৩ কিশোরকে নির্জন কারাবাসে পাঠানো হয়। অন্যদিকে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে অসহিংস অপরাধে সাজাপ্রাপ্ত প্রাপ্ত বয়স্কদের নির্জন কারাবাসে পাঠানো হয় ৩,৮০০ বার।
ওবামা বলেন, ‘ভয়াবহ প্রভাব জানার পরও আমরা কী করে অপ্রয়োজনীয়ভাবে বন্দিদের নির্জন কারাবাসে পাঠাতে পারি? কিংবা পরবর্তীতে পরিপূর্ণ মানুষ হিসেবে তারা সমাজে ফিরে আসবে বলে আশা করতে পারি? এ ব্যবস্থা আমাদেরকে নিরাপদ করে না। এটি আমাদের স্বাভাবিক মানবতাবিরোধী।’

প্রাদেশিক ক্ষেত্রে আনা এ কারা সংস্কার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের জন্য মডেল হিসেবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গুরুতরভাবে মানসিক ভারসাম্য হারানো বন্দিদের নির্জন কারাবাস থেকে ছেড়ে দেওয়া হবে বলে ঘোষণা দেয় ইলিনয় ও ওরিগন কর্তৃপক্ষ। আর গত মাসে নির্জন কারাবাসে রাখা বন্দিদের সংখ্যা এবং নির্জন কারাবাসের মেয়াদ কমিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করে নিউ ইয়র্ক। সূত্র: ওয়াশিংটন পোস্ট

/এফইউ/

সম্পর্কিত
সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড লু
চাবাহার বন্দর: ভারত-ইরান চুক্তির পর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
মার্কিন অস্ত্র ইউক্রেনে পার্থক্য গড়ে দেবে: কিয়েভে ব্লিঙ্কেন
সর্বশেষ খবর
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
ডোনাল্ড লু তার দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের
ডোনাল্ড লু তার দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের
মুদি দোকানির গুদামে মিললো ভারত থেকে চুরি করে আনা ১২৯২ বস্তা চিনি
মুদি দোকানির গুদামে মিললো ভারত থেকে চুরি করে আনা ১২৯২ বস্তা চিনি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল