X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত, গ্রেফতার ৫

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৬, ১৫:৩৮আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৫:৩৮
image

লাভোয় ফিনিসাম যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন একটি সশস্ত্র গ্রুপের একজন সদস্য। পুলিশের তরফে নিহতের পরিচয় না জানানো হলেও ওই ব্যক্তির নাম রবার্ট লাভোয় ফিনিসাম  বলে দাবি করেছে তার পরিবার। পুলিশের তরফে ওই বন্দুকযুদ্ধের পর ৫ জনকে গ্রেফতার করার কথাও জানানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ওরিগনভিত্তিক মালহার জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য দখল করে রেখেছিলো খামার মালিকদের একটি সশস্ত্র সংগঠন। সরকারি জমিতে বিনামূল্যে পশুচারণের অধিকার চেয়ে গত তিন সপ্তাহ ধরে বন্যপ্রাণী অভয়ারণ্যে অবস্থান করছিলেন তারা। মঙ্গলবার সশস্ত্র আন্দোলনকারীদের হটিয়ে দিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন সংগঠনটির সেকেন্ড ইন কমান্ড রবার্ট লাভোয় ফিনিসাম। সেসময় সংগঠনের প্রধান নেতা আম্মন ব্যান্ডি (৪০) সহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
এফবিআই জানায়, দলটির নেতা আম্মন ব্যান্ডি(৪০)কে একটি মহাসড়কের ওপর ট্রাফিক সিগন্যাল থেকে গ্রেফতার করা হয়। সে সময় তার সঙ্গে ছিলেন তার ভাই রায়ান ব্যান্ডি(৪৩), ব্রায়ান ক্যাভেলিয়ার(৪৪), শাওনা কক্স(৫৯) এবং রায়ান ওয়ালেন পায়নে(৩২)।

এদিকে পুলিশের তরফে নিহতের নাম প্রকাশ করা না হলেও নিহতের নাম রবার্ট লাভোয় ফিনিসাম বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে নিশ্চিত করেন তার দুই মেয়ে। তারা জানান, লাভোয় ফিনিসাম আরিজোনাভিত্তিক একটি খামার চালাতেন।  মালহার জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য দখল আন্দোলনের মুখপাত্র হিসেবে কাজ করতেন তিনি। ভূমির ওপর প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণ আরোপের বিরোধিতা করে নানানসময় আন্দোলনের আয়োজন করতেন ফিনিসাম।

তার মেয়ে আরিয়ান্না ফিনিসাম ব্রাউন বলেন, ‘আমার বাবা এতো ভালো মানুষ ছিলেন যে কখনও কাউকে আঘাত করতে চাইতেন না। কিন্তু স্বাধীনতার জন্য লড়াইয়ে বিশ্বাস করতেন তিনি। আর সে লড়াইয়ে যে ঝুকিঁ আছে তাও জানা ছিল তার।’ এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তার আরেক মেয়ে চ্যালি ফিনিসাম ফিন্স বলেন, ‘আমার বাবা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে অপর পক্ষ গুলি না ছুঁড়লে তিনিও গুলি ছুঁড়বেন না। প্রাদেশিক প্রতিনিধিদের ওপর গুলি না চালানোর ব্যাপারে তারা সবাই অঙ্গীকারবদ্ধ ছিলেন।

এদিকে এফবিআই ও ওরিগন পুলিশের এক যৌথ বিবৃতিতে বলা হয়, মালহার জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে গ্রেফতারকৃত সশস্ত্র ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে আম্মন এবং রায়ানের পিতা ক্লাইভ ব্যান্ডি গার্ডিয়ানকে বলেন, ‘আমার ছেলেরা ভালো মানুষ। তারা গোষ্ঠীর স্বার্থে কাজ করছে। এটি অত্যন্ত লজ্জাকর যে কারো কোনও ক্ষতি না করেও মানুষ মারা পড়ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এসব মেনে নেবো না। যুক্তরাষ্ট্রের জন্য এটা বিরাট ইস্যু। এভাবেই তারা আমাদের সঙ্গে নিপীড়নমূলক আচরণ করে আসছে। আমরা এই অত্যাচারে ক্লান্ত।’ 

প্রসঙ্গত, আম্মন এবং রায়ানের পিতা ক্লাইভ ব্যান্ডিও ভূমির ওপর প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণবিরোধী আন্দোলনের নেতা ছিলেন। তিনি ২০১৪ সালে আদিবাসীদের অধিকার প্রসঙ্গে সরকারের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন। সূত্র: বিবিসি, গার্ডিয়ান, আলজাজিরা

/ইউআর/এফইউ/বিএ/ 

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন