X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র ধ্বংসের হুমকি জাপানের

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৬, ২৩:৩৩আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ২৩:৩৪



উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র ধ্বংসের হুমকি জাপানের উত্তর কোরিয়ার যে কোনও ক্ষেপণাস্ত্র জাপানের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে মনে হলেই তা ধ্বংসের নির্দেশ দিয়েছে টোকিও। উত্তর কোরিয়ার পক্ষ থেকে শিগগিরই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে বলে যে খবর বেরিয়েছে তার প্রেক্ষিতে নিজ সেনাবাহিনীকে এ নির্দেশ দিয়ে রেখেছে জাপান সরকার।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী গেন নাকাতানি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিরক্ষামন্ত্রী গেন নাকাতানি জাপান সাগরে মোতায়েন দেশটির ‘ইজিস’ শ্রেণির ডেস্ট্রয়ারগুলোকে নির্দেশ দিয়েছেন, উত্তর কোরিয়া থেকে জাপান অভিমুখী যে কোনও ক্ষেপণাস্ত্র যেন ধ্বংস করে ফেলা হয়।
চলতি মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়া চতুর্থ পরমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পর টোকিও-পিয়ংইয়ং সম্পর্কে উত্তেজনা বেড়ে যায়। উত্তর কোরিয়া ওই পারমাণবিক অস্ত্রকে হাইড্রোজেন বোমা বলে দাবি করেছে।

বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক জাপানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির কিয়োদো সংবাদ সংস্থা জানায়, উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। উপগ্রহ থেকে নেওয়া উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলের তোংচাং-রি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রের ছবি বিশ্লেষণ করে এমন আশঙ্কা করা হচ্ছে। টোকিও’র সরকারি সূত্র মনে করছে, আগামী সপ্তাহের আগে হয়তো এ পরীক্ষা চালানো যাবে না।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা বিষয়টি নিয়ে টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে কথা বলেছেন। দুই পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে সহযোগিতার ধরণ নিয়েও আলোচনা করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কিশিদা।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে আবারও উসকানিমূলক কোনও কর্মকাণ্ড চালানো হবে না- এমন নিশ্চয়তা আমরা দিতে পারছি না।

এর আগে পিয়ংইয়ং ২০১২ সালের শেষদিকে দূরপাল্লার রকেট লাঞ্চার দিয়ে কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করেছিল। দেশটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচির আওতায় ওই রকেটের পরীক্ষা চালিয়েছে বলে পাশ্চাত্যের পক্ষ থেকে সমালোচনা করা হয়। তবে উত্তর কোরিয়া তা প্রত্যাখ্যান করে জানিয়েছে, বৈজ্ঞানিক কর্মকাণ্ডের জন্যই ওই পরীক্ষা চালানো হয়েছিল। সূত্র: রয়টার্স।

/এমপি/

সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া