behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

রাশিয়ার পূর্বাঞ্চলে ৭.২ মাত্রার ভূমিকম্প

বিদেশ ডেস্ক১১:১৫, জানুয়ারি ৩০, ২০১৬

রাশিয়ায় ভূমিকম্পের সময় রাস্তায় নেমে আসেন আতঙ্কিত লোকজনরাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭.২ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। রুশ সংবাদমাধ্যম আরটি এই ভূমিকম্পের খবর নিশ্চিত করেছে, তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, রাশিয়ার কামচাটকার রাজধানী শহর থেকে ১০৬ কিলোমিটার উত্তরে ভূকম্পনটির উৎপত্তি হয়। ইউএসজিএসের তথ্য অনুযায়ী শনিবার রাশিয়ায় অনুভূত হওয়া ভূমিকম্পটির গভীরতা ১৬১ কিলোমিটার।


এদিকে ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন ঠাণ্ডা উপেক্ষা করেই রাস্তায় নেমে আসেন। শীতের কাপড় ছাড়াই তুষারের মধ্যে দাঁড়িয়ে থাকেন তারা। পরে সেইসব ছবি পোস্ট করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
এদের মধ্যে একজন জানিয়েছেন, তারা প্রথমবারের মতো এতো শক্তিশালী একটি ভূমিকম্পে খুব ভীত হয়ে পড়েছিলেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনিময় করা বিভিন্নজনের অভিজ্ঞতা থেকে দেখো গেছে, শহরের ভিন্ন ভিন্ন স্থানে ভূমিকম্পের ভিন্ন ভিন্ন প্রভাব দেখা গেছে। তবে কোথাও তেমন কোন ক্ষতির আভাস মেলেনি। সূত্র: আরটি
/এফইউ/বিএ/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ