X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হিজাব না পরায় বিপাকে সৌদি এয়ার হোস্টেস

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৬, ১৮:২৩আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৮:২৭
image

সৌদি বিমান হিজাব না পরায় বিপাকে পড়লেন এক সৌদি এয়ার হোস্টেজ। ‘এরাবিয়ান এয়ারলাইন্স’-এর অভ্যন্তরীণ ফ্লাইটের সেই এয়ার হোস্টেস হিজাব না পরায় দুই যাত্রীর রোষানলে পড়েন। এ ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর তা নিয়ে চলছে বিতর্ক। এয়ার হোস্টেজদের হিজাব পড়ার পক্ষে মত দিচ্ছেন কেউ কেউ, কেউ আবার বলছেন, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই।
শনিবার সৌদি আরবের সংবাদমাধ্যম আল মারসাদ জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চল তায়েফ থেকে রাজধানী রিয়াদগামী একটি ফ্লাইটে হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়। তায়েফে বিমানে ওঠার পর এক যাত্রী ও তার সঙ্গীরা এয়ার হোস্টেসকে দেখে ক্ষেপে যান। তারা ওই এয়ার হোস্টেসকে সব যাত্রীর সামনে হিজাব দিয়ে চুল ঢাকতে বলেন। এ সময় বিমানের ক্রুরা এগিয়ে আসেন এবং যাত্রীদের শান্ত হতে বলেন। এতেও ওই যাত্রীরা শান্ত না হয়ে আরও রেগে গিয়ে চিৎকার শুরু করেন।
এ ঘটনায় ওই এয়ার হোস্টেস ও ক্রুরা বিচলিত হয়ে পড়েন। এরপর বাধ্য হয়ে বিমানের ক্রুরা বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের সঙ্গে যোগাযোগ করেন। নিরাপত্তারক্ষীরা এসে ওই দুই ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে দেন। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বিমানটি গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেয়।
উল্লেখ্য, সৌদি এয়ালাইন্সের এয়ার হোস্টেসদের হিজাব পরা বাধ্যতামূলক নয়। চাকরির নীতিমালায় এয়ার হোস্টেসকে নির্ধারিত পোশাক ও একটি হ্যাট পরার কথা উল্লেখ আছে।
এ ঘটনার পর হিজাব পরা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যারা ওই দুই বিমানযাত্রীকে সমর্থন করছেন তারা বলছেন, হিজাব পরার কথা বলে তারা স্থানীয় সংস্কৃতি রক্ষায় অবদান রাখছেন। সুলতান নামে এক অনলাইন ব্যবহারকারীর মত, সৌদি কোম্পানিগুলো হিজাব পরা বাধ্যতামূলক না করে নারীদের কাজে নিয়ে গুরুতর সমস্যা তৈরী করেছে। তিনি লিখেছেন, ‘এটা আমাদের স্থানীয় সংস্কৃতির অংশ এবং মেয়েদের তা পরা উচিত। তারা যদি এটা মানতে না চায় তাহলে তাদের কাজ করার দরকার নাই। বিষয়টি সহজ।’

তাইয়্যেব নামে অন্য ব্যবহারকারী বলছেন, রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা সব সৌদির দায়িত্ব। তিনি লিখেছেন, ‘সমস্যাটির সবচেয়ে ভালো সমাধান হলো নারীদের সরাসরি যাত্রীদের সামনে উপস্থিত হতে না দেওয়া। বিশেষ করে যারা রক্ষণশীল ও নিজেদের সংস্কৃতি-বিশ্বাস ধারণ করতে চায়।’

আবার ভিন্নমতও রয়েছে। অনেকে ওই দুই যাত্রীর সমালোচনা করছেন। শিহানা নামক একজন মনে করেন,  এভাবে প্রকাশ্যে ও চিৎকার করে এয়ার হোস্টেসকে কিছু বলার অধিকার দুই বয়স্ক যাত্রীর নেই। তিনি লিখেছেন, ‘এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ ইসলাম সম্পর্কে মানুষকে ভ্রান্ত ধারণা দেয়। মুসলমানরা যেভাবে উপদেশ ও পরামর্শ দেয়, এই ঘটনা তা সম্পর্কেও মানুষকে ভুল ধারণা দেবে।’ সূত্র: গালফ নিউজ।

/এএ/বিএ/

সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি