X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সন্ত্রাসী সন্দেহে সৌদি আরবে ৯ মার্কিনিসহ আটক ৩৩

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৩৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৪৬

সন্ত্রাসী সন্দেহে সৌদি আরবে ৯ মার্কিনিসহ আটক ৩৩ সৌদি আরবে সন্ত্রাসী সন্দেহে ৯ মার্কিনিসহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার দৈনিক সৌদি গেজেট জানিয়েছে, গত ২৫ জানুয়ারি সন্দেহভাজন চার মার্কিনিকে আটক করে নিরাপত্তা বাহিনী। তারপর গত চারদিনে আরও পাঁচজনকে আটক করা হয়।
আটক ৩৩ জনের মধ্যে নয় মার্কিনি ছাড়াও রয়েছেন ১৪ জন সৌদি, তিনজন ইয়েমেনি, দুইজন সিরিয়ান, একজন ইন্দোনেশিয়ান, একজন ফিলিপিনো, একজন আমিরাতি, একজন কাজাখ ও একজন ফিলিস্তিনি।
আটককৃত এই সন্দেহভাজনদের সঙ্গে আইএসের কোনও সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি সৌদি গেজেট।
ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবে মার্কিন নাগরিকদের আটকের বিষয়ে অবগত রয়েছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা বলেন, সৌদি আরবে কিছু অভিযোগে কয়েকজন মার্কিনিকে আটকের বিষয়ে আমরা অবগত। পররাষ্ট্র দফতর তার দায়িত্ব পালন করছে। গোপনীয়তার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
গত শুক্রবার সৌদি আরবের একটি শিয়া মসজিদে বন্দুক হামলায় নিহত হন অন্তত তিন জন। জুমার নামাজের সময় পূর্বাঞ্চলীয় মাহাসিন শহরের ইমাম রিজা মসজিদে ওই হামলা হয়। দুজন লোক শরীরের সঙ্গে বাধা বোমা নিয়ে মসজিদটিতে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দিলে একজন তার শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান। অন্যজন গুলি চালাতে থাকেন। তবে আহত অবস্থায় দ্বিতীয়জনকে পুলিশ ধরে ফেলতে সক্ষম হয়।

আল-আশা অঞ্চলের মাহাসেন শহরের ওই মসজিদে বিস্ফোরণ ও প্রাণহানির নিন্দা জানান সৌদি গ্র্যান্ড মুফতি শেখ আবদুলআজিজ আল-শেখ। এক বিবৃতিতে তিনি বলেন, সেখানে যেটা হয়েছে সেটা একটা চক্রান্ত। মুসলমানদের ক্ষতিসাধন ও আতঙ্ক বিস্তারই ছিল এর উদ্দেশ্য।

/এমপি/

সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!