X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভারতে বিদেশি ছাত্রীকে প্রকাশ্যে যৌন নিপীড়ন

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৫

ভারতের বেঙ্গালুরুতে প্রকাশ্যে এক বিদেশি শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়ন চালানো হয়েছে। সোমবার রাতে তাঞ্জানিয়ার ওই নারী শিক্ষার্থীকে নগ্ন করে পিটিয়ে, ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভারতে নিযুক্ত তাঞ্জানিয়ান দূতাবাস তরুণীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারকে অনুরোধ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবরটি নিশ্চিত করেছে।
নিপীড়নের শিকার ওই শিক্ষার্থীর বয়স ২১ বছর। তিনি কলেজের শিক্ষার্থী। রবিবার রাতে তিনি নিজের ওয়াগন-আর গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় তার গাড়ির গতিরোধ করে দাঁড়ায় দুই শতাধিক লোক। এই স্থানে মাত্র আধা ঘণ্টা আগে, আরেকটি কার রাস্তায় এক নারীকে চাপা দিলে তার মৃত্যু হয়। ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন ওই বিদেশি ছাত্রী।
ঘটনাস্থলে উপস্থিত লোকজনের অজুহাত, ওই বিদেশি ছাত্রীর গাড়ির নিচেই চাপা পড়েছিলেন নিহত নারী। এই অজুহাতকে হাতিয়ার করে ওই বিদেশি ছাত্রীর ওপর প্রকাশ্যে যৌন নিপীড়ন চালানো হয়।
বেঙ্গালুরুর অল আফ্রিকান স্টুডেন্টস ইউনিয়ন দাবি করেছে, কার থেকে টেনে হিঁচড়ে ওই ছাত্রীকে নামানো হয়। এরপর নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়। এক সময় ওই শিক্ষার্থী পালিয়ে একটি বাসে ওঠেন। তখন যাত্রীরা তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

ডেকান ক্রনিকল জানিয়েছে, এরপর যখন উদ্বিগ্ন একজন প্রত্যক্ষদর্শী ওই ছাত্রীকে একটি টি-শার্ট দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন তখন লোকজন তাকেও মারধর করে। ওই শিক্ষার্থীর গাড়ি ওয়াগন-আর এবং দুর্ঘটনা ঘটানো কারটিতে অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ কমিশনার এন এস মেঘারিক জানান, পদচারী নিহত হওয়ার পর ঘাতক কারের চালকের ওপরও হামলা চালানো হয়। তাঞ্জানিয়ার শিক্ষার্থী ও তার বন্ধুরা পরে ঘটনাস্থলে পৌঁছান। উপস্থিত লোকজন ভুল করে ভেবেছিল দুর্ঘটনার জন্য শিক্ষার্থী ও তার বন্ধুরা দায়ী।

বুধবার স্থানীয় পুলিশ সপ্তগিরি হাসপাতালে গিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছে।

ঘটনার প্রতিক্রিয়ায় এক টুইটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘তাঞ্জানিয়ার তরুণীর ওপর বেঙ্গালুরুতে ঘটা লজ্জাজনক ঘটনায় আমরা গভীর ব্যথিত।’ রাজ্য সরকারকে সব বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

/এএ/

সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়