X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুই বছরের পর্যবেক্ষণের সুযোগ রেখে টিপিপি চুক্তি সই

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৪৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৫১
image

ঐতিহ্যবাহী হোংগি গ্রিটিংয়ের মাধ্যমে পরস্পরকে শুভেচ্ছা জানাচ্ছেন ম্যাকলে ও রব শ্রমজীবীদের বিরোধিতাকে পাশ কাটিয়েই অবশেষে স্বাক্ষরিত হলো বহুজাতিক বাণিজ্য চুক্তি দ্য ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিপিপি। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে ১২টি সদস্য রাষ্ট্রের মন্ত্রীরা চুক্তিটি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ব্রুনেই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, মেক্সিকো, চিলি এবং পেরু।  
চুক্তির আওতায় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বিনিয়োগ করবে ১২টি দেশ। বিভিন্ন পণ্য ও সেবা থেকে শুল্ক প্রত্যাহারের পাশাপাশি বেশ কিছু বাণিজ্য আইন নিয়ন্ত্রণ করা হবে। চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের আদলে একটি একক বাজার তৈরির পরিকল্পনা রয়েছে। বেশ কয়েক বছরের আলোচনার পর গত অক্টোবরে চুক্তির ব্যাপারে সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়। আর বৃহস্পতিবার আসে চুক্তি স্বাক্ষরের ক্ষণ।
অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু রব প্রথম চুক্তিপত্রে স্বাক্ষর করেন। সে সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। সর্বশেষ চুক্তিতে স্বাক্ষর করেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী ম্যাকলে।  

টিপিপি চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ গত ৫ বছর ধরে টিপিপি চুক্তিটি স্বাক্ষরের পরিকল্পনা চলছিলো। আর এবার তা স্বাক্ষরের মধ্য দিয়ে চুক্তি বাস্তবায়নের পথে আরেক ধাপ এগিয়ে গেলো বিশ্বের ৪০ ভাগ অর্থনীতিকে নিয়ন্ত্রণকারী ১২টি দেশ। তবে এখনও চুক্তিটির ব্যাপারে অনেকের বিরোধিতা রয়েছে। যেমন- কোনও কোনও মার্কিনি মনে করেন টিপিপি চুক্তির কারণে কাজের ক্ষেত্রগুলো যুক্তরাষ্ট্র থেকে উন্নয়নশীল দেশে চলে যাবে। তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দাবি, চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের শ্রমিকরা বেশি সুবিধা পাবেন এবং মার্কিন অর্থনীতি প্রসারিত হবে। এমন পরিস্থিতিতে টিপিপি স্বাক্ষরকারী দেশগুলোর জন্য চুক্তি অনুমোদন কিংবা প্রত্যাহারের জন্য দুই বছরের সময় দেওয়া হয়েছে।

চুক্তির বিরোধিতা করে যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশেই গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলে আসছে। বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরের পর আবারও অকল্যান্ডের রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। অকল্যান্ড হারবার ব্রিজ বন্ধ করে রাখেন তারা। পুলিশের সঙ্গেও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের আশঙ্কা চুক্তিটি শ্রমিকের চেয়ে ব্যবসায়ীদেরই বেশি সুবিধা দেবে। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়