X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
সিরিয়ার গৃহযুদ্ধ

'কেউ মরছে ক্ষুধায়, কেউ বোমায়'

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১২:০৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১০
image

সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যকার শান্তি আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পর সরকারি বাহিনীর সমর্থনে দেশটিতে বিমান হামলা আরও জোরদার করেছে রাশিয়া। স্থানীয় মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, এরইমধ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর আলেপ্পোর বিভিন্ন এলাকায় সম্ভাব্য রুশ বিমান হামলায় তিন শিশুসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আর যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ২১ জনের প্রাণহানির খবর দিয়েছে। এদিকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য স্থলসেনা পাঠাতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে সৌদি আরব।

নাম প্রকাশ না করে সিরিয়ার এক মানবাধিকারকর্মী বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, ‘আলেপ্পো প্রদেশের আল-বাব, হামিমাহ, সোরানসহ বিভিন্ন এলাকায় একযোগে বিমান হামলা চালাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়া। আমরা এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি। তবে এ সংখ্যা আরও বাড়বে বলে মনে হচ্ছে।’ এদিকে মাদায়াতে অপুষ্টিতে ভোগা আরও দুই নারীর মৃত্যু হয়েছে বলে আলজাজিরাকে জানিয়েছেন স্থানীয় এক মানবাধিকারকর্মী।

সিরীয় শিশু

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আলেপ্পোতে সরকার আর বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই শুরু হওয়ায় এলাকাটি ছেড়ে তুরস্ক সীমান্তের দিকে ছুটে যাচ্ছেন হাজার হাজার সিরীয় শরণার্থী। তুরস্ক সীমান্তের দিকে ধেয়ে যাওয়া সিরীয় শরণার্থীর সংখ্যা ৭০ হাজারের কাছাকাছি বলে উল্লেখ করেছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু। ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার লন্ডনে ‘সিরিয়া এইড কনফারেন্স’ এ দেওয়া ভাষণে এ তথ্য জানান তিনি। তবে তুরস্ক সীমান্তের দিকে ধেয়ে যাওয়া সিরীয় শরণার্থীর সংখ্যা ৪০ হাজার বলে উল্লেখ করেছে সিরিয়ান অবজারভেটরি।

আবু আমার নামের ওই মানবাধিকারকর্মী জানান প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ না থাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। গত ১১ জানুয়ারি তিনটি ত্রাণবহর মাদায়াতে যাওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৯ জনের প্রাণহানি হয়েছে। আবু আমারের মতে, আগের ত্রাণবহরগুলোতে যথেষ্ট পরিমাণে চিকিৎসা সরঞ্জামাদি ও ওষুধ ছিল না। এছাড়া প্রচণ্ড শীতের মধ্যে লোকজনকে খোলা আকাশের নিচে লেপ কম্বল ছাড়াই রাত কাটতে হয়েছে বলে জানান তিনি। আবু আমার বলেন, ‘সিরিয়ায় কেউ বোমায় মরছে, আবার কেউ ক্ষুধায় মরছে।’

তুরস্ক সীমান্তে প্রবেশকারী সিরীয় শরণার্থী

গত ৩১ জানুয়ারি চিকিৎসা সহায়তাকারী সংগঠন এমএসএফ জানায়, মাদায়াতে অন্তত ৩২০ জন অপুষ্টিতে ভুগছেন। এরমধ্যে ৩৩ জনের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তাদের জন্য জরুরি ভিত্তিতে সহায়তার আবেদন জানানো হয়।

এদিকে পাঁচ বছরের গৃহযুদ্ধের শিকার সিরিয়ার নাগরিকদের জন্য এক হাজার কোটি ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছে দাতা দেশগুলো। বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত ‘সিরিয়া এইড কনফারেন্সে’ এ ঘোষণা দেওয়া হয়। বলা হয়,যুদ্ধপীড়িত মানুষের জীবন বাঁচাতে প্রয়োজনীয় খাবার, স্বাস্থ্য সেবা এবং নিরাপদ আশ্রয়ের জন্য এ অর্থ ব্যয় করা হবে। গৃহযুদ্ধের কারণে শরণার্থী হওয়া মানুষদের জন্য ১০ লাখ চাকরি এবং সিরিয়ার প্রতিবেশি দেশগুলোতে তাদের সন্তানদের জন্য ১০ লাখ স্কুল তৈরি করার পরিকল্পনার কথাও জানানো হয়। ৬০টি দেশের প্রতিনিধিরা ছাড়াও ৩০ জন বিশ্বনেতা এই দাতা সম্মেলনে অংশ নিয়েছেন। সম্লেনে জানানো হয়, প্রতিশ্রুত অর্থের মধ্যে ২০১৬ সালেই ব্যয় করা হবে ৬০ কোটি ডলার। বাকি অর্থ পর্যায়ক্রমে ২০২০ সাল পর্যন্ত ব্যয় করা হবে। এ অর্থের একটা বড় অংশের যোগান দেবে জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি, আলজাজিরা

/এফইউ/বিএ/

সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!