X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি জাতিসংঘের

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩৪
image

 উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়ে শিগগির দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি জাতিসংঘের

উত্তর কোরিয়া কর্তৃপক্ষের বরাতে সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মহাকাশের কক্ষপথে উপগ্রহ স্থাপনের জন্য তারা রকেট নিক্ষেপ করেছে। তবে বিরোধীরা বলছেন, আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি পরীক্ষাই দেশটির আসল উদ্দেশ্য।

বরিবার(৭ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়া দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে। রকেটটি স্যাটেলাইট বা উপগ্রহবাহী বলে দাবি করে উত্তর কোরিয়া। সম্প্রতি মহাকাশে পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষপণে জাতিসংঘকে অবহিত করে দেশটি। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা মনে করে অনেক রাষ্ট্রই এর বিরোধিতা করে। প্রাথমিকভাবে ৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে রকেট উৎক্ষেপণের সময় নির্ধারণ করে উত্তর কোরিয়া। পরবর্তী সময়ে ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি নতুন সময় নির্ধারণ করা হয়। এরআগে গত মাসে হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি করে উত্তর কোরিয়া। তবে জাতিসংঘসহ কয়েকটি রাষ্ট্র এমন দাবির বিষয়ে সংশয় প্রকাশ করে।

রকেট উৎক্ষেপণের ঘোষণা

এই ঘটনার প্রেক্ষাপটে রুদ্ধদ্বার বৈঠকের পর নিরাপত্তা পরিষদ জানিয়েছে, উত্তর কোরিয়া চরম আইন লঙ্ঘন করেছে। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার জানান, পিয়ংইয়ংয়ের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করবে ওয়াশিংটন। তিনি বলেন, ‘আমরা কড়া পদক্ষেপ নেব।’

উত্তর কোরিয়ার নিক্ষেপ করা দূরপাল্লার রকেট

একই কথা বলেন জাতিসংঘে জাপানের দূত মোতোহিদে ইয়োশিকাওয়া। তিনি বলেন, ‘বিদ্যমান নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা যায়নি।’ নতুন নিষেধাজ্ঞা আরো জোরদার হবে বলে তিনি জানান। সূত্র: বিবিসি

/বিএ/

সম্পর্কিত
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’