X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ক্রিস্টি

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:২১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:২১
image

ক্রিস ক্রিস্টি প্রার্থিতা প্রাপ্তির লড়াইয়ের অংশ হিসেবে নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত প্রাক নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর রিপাবলিকান নেতা ক্রিস ক্রিস্টি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এর আগে আইওয়া আর নিউহ্যাম্পশায়ারে প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে হেরে যাওয়ার পর সাবেক টেক নির্বাহী কার্রি ফিওরিনাও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
নিউ জার্সির গভর্নর ক্রিস্টি তার আক্রমণাত্মক বাচনভঙ্গির কারণে বেশ পরিচিত। তার ক্যাম্পেইনের স্লোগান ছিল ‘যা যেমন তা তেমন করেই বলা’। তবে তার এ ক্যাম্পেইন সাড়া পায়নি। আরেক আক্রমণাত্মক রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গিয়েছেন তিনি।
২০১২ সালে ক্রিস্টিকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ক্যাম্পেইন শুরু করার আহ্বান জানিয়েছিলেন রিপাবলিকান নেতারা। তবে প্রার্থিতার জন্য প্রস্তুত নেই উল্লেখ করে সেসময় প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে নামেননি ক্রিস্টি।
এদিকে বুধবার নির্বাচনি দৌড়ে ক্ষান্ত দেওয়ার ঘোষণা দিয়ে আরেক রিপাবলিকান নেতা ফিওরিনা বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দেশের বিভিন্ন জায়গায় আমার ভ্রমণ অব্যাহত থাকবে। বঞ্চিত মার্কিনিদের জন্য আমি লড়াই করে যাব।’

রিপাবলিকান নেতা ফিওরিনা

ক্রিস্টি আর ফিওরিনার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে প্রার্থিতার দৌড়ে থাকা রিপাবলিকানদের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ জনে।

আসছে ২০ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলিনায় রিপাবলিকানদের প্রার্থিতা বাছাইয়ের জন্য প্রাক নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিনে ডেমোক্র্যাটদের জন্য অনুষ্ঠিত হবে নেভাদা ককাস। ১ মার্চ ১৫টি অঙ্গরাজ্য প্রার্থিতার ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবে। ১৮-২১ জুলাই প্রার্থী ঘোষণা করবে রিপাবলিকানরা। আর ডেমোক্যাটদের প্রার্থী ঘোষণা করা হবে ২৫-২৮ জুলাই। আর আসছে ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়