X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ওবামাকে নিয়ে বিবাদে জড়ালেন হিলারি ও স্যান্ডার্স

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫০
image

হিলারি ও স্যান্ডার্স এবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামাকে সমর্থন করা না করা প্রশ্নে বিবাদে জড়ালেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে প্রার্থিতা প্রত্যাশী হিলারি ক্লিনটন ও বার্নি স্যানডার্স। বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম পিবিএসে অনুষ্ঠিত বিতর্কে দুইজনই ওবামার সঙ্গে যার যার ব্যক্তিগত সম্পর্ক ভালো বলে দাবি করেন। প্রার্থিতা বাছাইয়ের জন্য নিউ হ্যাম্পশায়ারে প্রাক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এটিই তাদের প্রথম বিতর্ক।
আইওয়া ও নিউহ্যাম্পশায়ারের পর এবার নেভাদা আর সাউথ ক্যারোলিনার জন্য প্রার্থিতার লড়াইয়ে আছেন হিলারি ও স্যান্ডার্স। এ দুই অঙ্গরাজ্যে সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস সবচেয়ে বেশি। আর সংখ্যালঘু ভোটারদের কাছে কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই হয়তো এবারের বিতর্কে প্রাধান্য পেয়েছে ওবামা প্রসঙ্গ।
পিবিএস নিউজ আওয়ার বিতর্কে অংশ নিয়ে হিলারি বার বার ওবামার সঙ্গে তার দৃঢ় সম্পর্কের কথা বলেন। নির্বাচনি প্রচারণায় বারাক ওবামার সমালোচনার জন্য স্যান্ডার্সকে আক্রমণ করেন তিনি। হিলারি বলেন, ‘এ ধরনের সমালোচনা আমি সিনেটর স্যান্ডার্সের কাছ থেকে আশা করি না। এ ধরনের সমালোচনা রিপাবলিকানরা করতে পারেন।’ ওবামা তার কৃতিত্বের যথাযথ স্বীকৃতি পাননি দাবি করে হিলারি বলেন, ‘ওবামাকে দুর্বল আর হতাশাদায়ক উল্লেখ করে তার পাশে দাঁড়াননি স্যান্ডার্স।  

জবাবে স্যান্ডার্স বলেন, ‘আমি সাত বছর ধরে ওবামার সঙ্গে কাজ করেছি। ওবামা আর আমি ভালো বন্ধু। আমি প্রেসিডেন্ট ওবামার সমর্থক নই, এ কথা বলাটা ভুল।’

হিলারি একবার ওবামার বিপক্ষে প্রার্থী ছিলেন মনে করিয়ে দিয়ে স্যান্ডার্স বলেন, ‘আমাদের দুজনের একজন ওবামার বিপক্ষে প্রার্থী হয়েছিলাম। আর সে ব্যক্তি আমি নই।’

আসছে ২০ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলিনায় রিপাবলিকানদের প্রার্থিতা বাছাইয়ের জন্য প্রাক নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিনে ডেমোক্র্যাটদের জন্য অনুষ্ঠিত হবে নেভাদা ককাস। ১ মার্চ ১৫টি অঙ্গরাজ্য প্রার্থিতার ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবে। ১৮-২১ জুলাই প্রার্থী ঘোষণা করবে রিপাবলিকানরা। আর ডেমোক্যাটদের প্রার্থী ঘোষণা করা হবে ২৫-২৮ জুলাই। আর আসছে ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা