Vision  ad on bangla Tribune

ব্যান্ড ভিওলা বিচের ৫ সদস্য নিহত

আরশাদ আলী১৭:১৭, ফেব্রুয়ারি ১৪, ২০১৬


ভিওলা ব্যান্ডসুইডেনে কার দুর্ঘটনায় ব্রিটিশ একটি ব্যান্ড দলের সদস্যসহ ৫জন নিহত হয়েছেন। শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন ব্রিটিশ ব্যান্ড দল ‘ভিওলা বিচ’-র সদস্য। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
পুলিশ জানায়, স্থানীয় একটি মহাসড়কের ব্রিজ থেকে ৮২ ফুট নিচে একটি খালে পড়ে যায় কারটি।
পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দুর্ঘটনার নিহতদের পরিবারকে সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ওয়ারিংটনভিত্তিক ব্যান্ড দলটির চার সদস্য হলেন, ক্রিস লিওনার্দ, রিভার রিভস, টমাস লওয়ে ও জ্যাক ডাকিন। শনিবার ব্যান্ডটির সারের গিল্ডফোর্ডে গান গাওয়ার কথা ছিলো। শুক্রবার সুইডিশ মিউজিক ফেস্টিভ্যালে অংশ নেয় দলটি।
গত বছর ব্যান্ডটির প্রথম অ্যালবাম প্রকাশিত হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় অনেকেই শোক জানাচ্ছেন।

/এএ/এম/

লাইভ

টপ