X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ার দুই হাসপাতালে বিমান হামলা, অন্তত ১৭ জন নিহত

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০০
image

বিধ্বস্ত হাসপাতাল থেকে উদ্ধার করা হচ্ছে এক শিশুকে সিরিয়ার উত্তরাঞ্চলে নতুন করে পৃথক দুই বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে দুইটি হাসপাতাল। এতে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ খবর জানিয়েছে তারা। বৃহস্পতিবার রাতে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত এক বৈঠকে সিরিয়ার মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় স্বাভাবিকতা আনতে চলমান সংঘর্ষে বিরতি নিশ্চিত করার ব্যাপারে পরাশক্তিগুলোর সমঝোতার পরও এমন ঘটনা ঘটলো।
বিবিসির খবরে বলা হয়, আজাজের তুরস্ক সীমান্তের কাছের এক হাসপাতাল ভবনে বিমান হামলায় অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। এদিকে মারাত আল-নুমানে মেডিসিন সানস ফ্রন্টিয়ার নামের একটি সংগঠনের দাতব্য হাসপাতালে বিমান হামলায় নিহত হয়েছেন ৭জন। সেখানে অন্তত আট জন নিখোঁজ রয়েছেন। গত বছরের সেপ্টেম্বর থেকেই সিরিয়ায় কাজ করে আসছে এই সংগঠনটি। দাতব্য এই হাসপাতালে রয়েছে রোগীদের জন্য ৩০ টি শয্যা এবং চিকিৎসকসহ ৫৪ জন কর্মী।
কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু দাবি করেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতেই ধসে পড়েছে আজাজের হাসপাতাল ভবন।

মেডিসিন সানস ফ্রন্টিয়ার জানায়, সোমবার সকালে বিদ্রোহী অধ্যুষিত নগর মারাত আল-নুমানের হাসপাতালে কয়েক মিনিটের চারটি রকেট হামলা চালানো হয়। মেডিসিন সানস ফ্রন্টিয়ারের প্রধান মাসিমিলানো রেবাউদেনগো দাবি করেন, ‘সচেতনভাবেই স্বাস্থ্য ও চিকিৎসা খাতকে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। আমরা সর্বশক্তি দিয়ে এই হামলার প্রতিবাদ জানাতে চাই।’ 

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। তারা আরও জানায়, শুধুমাত্র এ বছরের শুরু থেকেই সিরিয়ার অন্তত ১৪ টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ভবনে হামলা চালানো হয়েছে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর থেকেই সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে ও ‘জঙ্গি’দের বিরুদ্ধে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। জাতিসংঘের হিসেবে সিরিয়ায় গত পাঁচ বছরের গৃহযুদ্ধে নিহত হয়েছেন অন্তত আড়াই লক্ষ মানুষ। এ ছাড়াও ঘরহারা হয়েছেন এক কোটিরও বেশি নাগরিক। সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/ 

সম্পর্কিত
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
ইরান ইস্যুতে তৃতীয় বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়