X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কানহাইয়ার ভাইরাল ছবি ‘ভুয়া’

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩০

‘রাষ্ট্রদ্রোহী’ অভিযোগে গ্রেফতার হওয়া জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারের যে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তা আসল নয়। ফটোশপের মাধ্যমে আসল ছবিটি পরিবর্তন করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এবিপি আসল ও নকল ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা দেখা যায়, কানহাইয়া যেখানে ভাষণ দিচ্ছেন, তার পেছনে আছে কয়েক টুকরাতে বিভক্ত ভারতের মানচিত্র। যারা এটি শেয়ার করছেন তারা রাষ্ট্রদ্রোহী হিসেবে কানহাইয়াকে প্রমাণের জন্যই এ ছবি ব্যবহার করছেন।

তবে আসল ছবিতে দেখা যায়, কানহাইয়ার পেছনের অংশ সম্পূর্ণ ফাঁকা।

যারা ছবিটি ফটোশপে সম্পাদনা করেছেন তারা একটি ভুল করেছেন। আর সেই ভুলের সূত্র ধরেই ভাইরাল ছবিটি যে ভুয়া তা ধরা পড়েছে।

কানহাইয়ার ভাইরাল ছবি ‘ভুয়া’

এবিপির দাবি অনুসারে, কানহাইয়ার আসল ও ভুয়া ছবির নিচে বাঁদিকে ভালো করে তাকালে বুঝা যায় যে ভাইরাল হওয়া ছবিটি সম্পাদিত। কারণ ভুয়া ছবি আর আসল ছবিতে এই অংশ একরকম। সম্পাদনা করে যারা ছবির ব্যাকগ্রাউন্ড (পেছনের অংশ) পরিবর্তন করেছেন তারা হয়ত তাড়াহুড়ো করতে গিয়ে নিচের ওই অংশটুকু খেয়াল করেননি।

আসল ছবি সম্পাদনা করে সমুদ্রতীরে কানহাইয়া

যে ছবিতে ভারতের ভুল মানচিত্রের সঙ্গে কানহাইয়াকে দেখানো হয়েছে, সেই ছবিতে ইচ্ছে করলে তাকে সমুদ্র তীরেও নেওয়া যায়। আর তা করেও দেখিয়েছে এবিপি।

আসল ছবিটি ইংরেজি দৈনিক দ্য হিন্দুর ওয়েবাসাটে ব্যবহার করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কানহাইয়ার ভুয়া ছবি ভাইরাল হয়েছে এক-দু’দিন আগে। কিন্তু দ্য হিন্দুতে কানহাইয়ার আসল ছবি ছাপা হয়েছে গ্রেফতারের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি।

এদিকে, জেএনইউতে ৯ ফেব্রুয়ারি আফজাল গুরুর ফাঁসির বিরোধিতায় আয়োজিত বিতর্কিত অনুষ্ঠানের তিন আয়োজককে খুঁজছে পুলিশ। দিল্লি পুলিশের পক্ষ থেকে বিদেশিদের স্থানীয় রেজিস্ট্রেশন কার্যালয়ে নোটিশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে তিন সন্দেহভাজন যেন বিমানবন্দর দিয়ে দেশত্যাগ করতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে। তিন সন্দেহভাজন শিক্ষার্থী হলেন ওমর খালিদ, অনির্বান ভাট্টাচার্য ও অশ্বতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়া কানহাইয়ার দুটি ভিডিও’র ফরেনসিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন দিল্লির এক জেলা ম্যাজিস্ট্রেট।আন্দোলনকারীদের দাবি একটি ভিডিও ভুয়া, যা সম্পাদন করা হয়েছে। এটার ভিত্তিতেই সরকার ও পুলিশ দাবি করছে, কানহাইয়া রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছেন। এই ভিডিওটি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ওই দিনের আসল ভিডিওটি প্রচার করেন।

শুক্রবার ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আদালতে কানহাইয়া কুমার যে বিবৃতি দিয়েছেন তা স্বেচ্ছায় দেননি। পুলিশের নির্দেশনাতেই কানহাইয়া এটি লিখেছেন।

বিতর্কিত ওই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া গোয়েন্দা প্রতিবেদনে কানহাইয়ার নাম নেই বলে দাবি করেছে এনডিটিভি। সোমবার দিল্লির হাইকোর্টে কানহাইয়া জামিন আবেদন করতে পারেন। সূত্র: এবিপি আনন্দ, এনডিটিভি

/এএ/বিএ/

সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা