X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতিসংঘের প্রতিপাদ্য

মানসম্মত শিক্ষা এবং প্রাথমিক শিক্ষায় ভাষার যথার্থ ব্যবহার

২০ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৫
image

মানসম্মত শিক্ষা এবং প্রাথমিক শিক্ষায় ভাষার যথার্থ ব্যবহার এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল প্রতিপাদ্য হলো মানসম্মত শিক্ষা এবং প্রাথমিক শিক্ষায় ভাষা ব্যবহারের যথার্থতা নিশ্চিত করা। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে বিশেষত মাতৃভাষার যথার্থতা নিশ্চিত করাকে মূল লক্ষ্য হিসেবে ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, টেকসই উন্নয়নের ৪ নম্বর লক্ষ্য অনুযায়ী ২০৩০ সালের জন্য নেওয়া শিক্ষা সংক্রান্ত এজেন্ডাকেও এবারের প্রতিপাদ্যে গুরুত্ব দেওয়া হয়েছে। সংখ্যালঘু এবং আদিবাসীদের জন্য শিক্ষাকে আরও সহজলভ্য করার প্রতি জোর দেওয়া হয়েছে এবারের প্রতিপাদ্যে।
বিবৃতিতে মুখস্ত করার চেয়ে বোধ্যগম্যতা এবং সৃজনশীলতাকে গুরুত্বারোপ করার মাধ্যমে শিক্ষার গুণগত মানোন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
১৯৯৯ সালের নভেম্বর মাসে ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল, সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেস্কো)-এর সাধারণ সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণা দেওয়া হয়।
২০০৭ সালের ১৬ মে তারিখে জাতিসংঘের সাধারণ সভায় এ/আরইএস/৬১/২৬৬ নম্বর নথি অনুসারে, সকল সদস্য দেশের উদ্দেশে বলা হয়, ‘বিশ্বের সকল ভাষার সংরক্ষণ এবং সুরক্ষার বিষয়টিকে প্রচার করতে।’ একই নথিতে ভাষাসমূহের মধ্যে বহুভাষা এবং বহুসংস্কৃতির মধ্যে বহুমুখিতার ঐক্যবদ্ধতা গড়ে তোলার লক্ষ্যে, ২০০৮ সালকে ‘ভাষাসমূহের আন্তর্জাতিক বছর’ বলে ঘোষণা করা হয়।

ভাষাবিদ্যা, ভাষার বহুত্ব এবং সাংস্কৃতিক বহুমুখিতাকে ঊর্ধ্বে তুলে ধরতে ২০০০ সালের ফেব্রুয়ারি মাস থেকে প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। ওই তারিখটি ১৯৫২ সালের সেই দিনটিকে স্মরণ করিয়ে দেয়, যখন তৎকালীন পাকিস্তানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়। সেদিন বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশের গুলিতে হতাহত হন অনেকে।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, আমাদের বস্তুগত এবং ধারণাগত ঐতিহ্যকে সংরক্ষণ এবং উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী উপকরণ হলো ভাষা।  সূত্র: ইউএন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি