X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ের 'নো সেলফি জোন'গুলোতে এবার আইনি নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০২
image

মুম্বাইয়ের 'নো সেলফি জোন'গুলোতে এবার আইনি নিষেধাজ্ঞা চলতি বছর জানুয়ারিতে বান্দ্রার সমুদ্র সৈকতে সেলফি তুলতে গিয়ে এক তরুণীর তলিয়ে যাওয়ার পরই মুম্বাইয়ের ১৬টি এলাকাকে সেলফি মুক্ত এলাকা উল্লেখ করে সাইনবোর্ড টানিয়ে দেয় মুম্বাই পুলিশ। এবার সেই 'নো সেলফি জোন'গুলোতে সেলফি তোলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সে নিষেধাজ্ঞা ছবি ছবি তোলার ওপরই নয় কেবল, বাস্তবে ওই স্থানগুলোতে কাউকে ঢুকতেই দেওয়া হবে না। এমন চেষ্টা করলেই কাউকে গুনতে হবে ১২০০ রুপি জরিমানা। এছাড়া বিপজ্জনক জায়গাগুলোতে সেলফি তোলা বন্ধ করার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে এলাকাভিত্তিক প্রচারেও নামছে মুম্বাই পুলিশ। তাদের বরাতে ভারতীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে গোটা বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে বেশি মানুষ সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন। ওয়াশিংটন পোস্টের এক সমীক্ষার বরাতে জানুয়ারিতে টাইমস অব ইন্ডিয়ার খবরে বিষয়টি নিশ্চিত করা হয়। ওয়াশিংটন পোস্ট ২০১৫ সালে  বিশ্বের মোট ২৭ জনের সেলফি তুলতে গিয়ে প্রাণ হারানোর কথা জানায়। তাদের সমীক্ষা মতে, এদের মধ্যে অর্ধেকেরও বেশি মৃত্যু ঘটেছে ভারতে।

ভারতে গত বছর  জানুয়ারি মাসে মথুরায় ৩ কলেজ পড়ুয়া চলন্ত ট্রেনের সামনে সেলফি তুতে গিয়ে প্রাণ হারান। মার্চে ৭ জন তরুণ বেরিয়েছিলেন বন্ধুর জন্মদিন উদযাপন করতে। নৌকায় উঠে একসঙ্গে সেলফি তুলতে ‌গিয়ে নৌকা ডুবে প্রাণ হারান তারা। সেলফি তুলতে গিয়ে গত সেপ্টেম্বর মাসে আগ্রায় প্রাণ হারান এক জাপানি প‌র্যটক। তাজমহলের সিঁড়িতে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন তিনি। পা স্লিপ করে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। সেই আঘাতেই তাঁর মৃত্যু হয়।

মুম্বাইয়ের 'নো সেলফি জোন'গুলোতে এবার আইনি নিষেধাজ্ঞা


এছাড়া তামিলনাড়ুর এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সেলফি তুলতে গিয়ে প্রাণহারান। টিলার ওপরে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন তিনি। ‌যে পাথরটার ওপরে দাঁড়িয়েছিলেন সেটিতে ফাটল ধরে ভেঙে ‌যায়। ছাত্রটির দেহ গিয়ে পড়ে ৬০ ফুট গভীর এক খাদে। রাজকোটের সুন্দরনগরে দুই ছাত্রও প্রায় একই ভাবে প্রাণ হারান। এরা নর্মদা ক্যানালের কিনারায় দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। পা ফসকে পড়ে গিয়ে জলে ডুবে ‌যান তারা। 
সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা নতুন বছরেও রয়েছে। মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে যান এক তরুণী। তার পরই ১৬টি জায়গাকে নো সেলফি জোন উল্লেখ করে বোর্ড টাঙিয়ে দেয় মুম্বাই পুলিশ। এবার সেই স্থানগুলোতে সেলফি তোলার ক্ষেত্রে সরাসরি নিষেধাজ্ঞা জারি করা হলো। সূত্র: আইবিএন, টাইমস অব ইন্ডিয়া, বিবিসি, গার্ডিয়ান

/এমপি/বিএ/

সম্পর্কিত
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
সর্বশেষ খবর
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ