X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

অস্ত্রবিরতির প্রাক্কালে সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলা

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০০



সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত দৌমা শহরে সরকারি বাহিনীর বিমান হামলার খবর পাওয়া গেছে। শুক্রবার মার্কিন ও রুশ পরিকল্পনা অনুযায়ী, অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনী ওই বিমান হামলা চালায়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের নিকটবর্তী দৌমা শহরে অন্তত ১০ দফা বিমান হামলা চালানো হয়। বিদ্রোহীদের উদ্ধারকর্মীরা টুইটারে বেসামরিক হতাহতের কথা জানালেও হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

দামেস্কের অদূরে সিরীয় বাহিনীর বিমান হামলা

সিরিয়ার সরকার অস্ত্রবিরতিতে সম্মত হলেও প্রধান বিরোধী জোট শর্তসাপেক্ষে দুই সপ্তাহের জন্য অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সময়ে সরকারি কর্তৃপক্ষ এবং তাদের রুশ ও ইরানি মিত্ররা কতটা আন্তরিক থাকে, সে বিষয়টি তারা খতিয়ে দেখতে চান।

এদিকে, আসাদ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান বিরোধীদের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি করা হলেও সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে। আর এখানে বিরোধী পক্ষ আশঙ্কা করছে, সরকারি বাহিনী জিহাদিদের নাম করে তাদেরকে লক্ষ্য করেই হামলা চালাতে পারে। তবে সরকারি বাহিনী জানিয়েছে, যদি কোনও বিদেশি শক্তি বিদ্রোহীদের সমরাস্ত্র সরবরাহ করে, তাহলে তারা ওই অস্ত্রবিরতি বাতিল করবে।

দামেস্কের নিকটবর্তী ঘৌটা শহরেও সরকারি বাহিনী রকেট হামলা চালিয়েছে। ওই অঞ্চলটি জয়েশ-আল-ইসলামের শক্ত ঘাঁটি, এই দলটি বিরোধী জোটের অন্যতম সদস্য। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, হামা এবং হোমস প্রদেশেও সরকারি বাহিনী রকেট ও বিমান হামলা চালিয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক