X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় যুদ্ধবিরতির মধ্যেই সহিংসতা, রাশিয়ার বিমান হামলা স্থগিত

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১১
image

সিরিয়ার বিদ্রোহী ঘাঁটিগুলোতে শুক্রবার ব্যাপক বোমা হামলা হয় সিরিয়ায় স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি শুরুতে শান্তিপূর্ণভাবে চললেও এরইমধ্যে বেশ কয়েকটি এলাকায় সহিংসতার খবর মিলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ‘ভুলবশত হামলা’র অভিযোগ এড়াতে  বিমান হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে রাশিয়া। যুদ্ধবিরতির লঙ্ঘন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের ব্যাপারে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা শিগগিরই বৈঠকে বসছেন বলে খবর প্রকাশ করেছে বিবিসি।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে যে শনিবার দামেস্কের আবাসিক এলাকাগুলোতে বেশ কয়েকটি মর্টার শেল হামলা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে তা বলা হয়নি।
অন্যান্য এলাকায়ও সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ছোটখাটো সহিংসতার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সরকারি বাহিনী দুটি হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিদ্রোহীরা। জয়েশ আল ইসলামের এক মুখপাত্র দাবি করেছেন, দামেস্কের কাছে ঘৌটা এলাকায় তাদের ঘাঁটি লক্ষ্য করে সরকারি বাহিনী দুটি ব্যারেল বোমা হামলা চালিয়েছে। সরকারি সেনা সদস্যদের সঙ্গে তাদের গোলাগুলি হয়েছে বলেও দাবি করেছেন ওই মুখপাত্র।

সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধে আড়াই লাখেরও বেশি প্রাণহানি

ফ্রি সিরিয়ান আর্মির অংশ দ্য ফার্স্ট কোস্টাল ডিভিশনের দাবি, লাটাকিয়া প্রদেশে স্থল অভিযানে সেকেন্ড কোস্টাল ডিভিশনের তিন সদস্য নিহত হয়েছেন। তবে দাবির সত্যতার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে সিরিয়ার সেনাবাহিনীর তরফেও কোনও মন্তব্য করা হয়নি। 

এদিকে শুক্রবার মধ্যরাতে বিদ্রোহী ঘাঁটি লক্ষ্য করে রাশিয়া বিমান হামলা চালালেও শনিবার থেকে তা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটি। রাশিয়ার বিমান বাহিনীর জেনারেল স্টাফের জ্যেষ্ঠ মুখপাত্র লে. জেনারেল সের্গেই রুদস্কোই বলেছেন, ‘যুদ্ধবিরতি চুক্তির অনুরোধ আসার পর গ্রিন জোনে আমাদের বিমান হামলা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।’ তবে আইএস, আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী ও আল নুসরা ফ্রন্টের ওপর বিমান হামলা চালানোর ব্যাপারে অনড় রয়েছে দেশটি। রুদস্কোই বলেন, ‘ভুল লক্ষ্যবস্তুতে’ হামলা যেন না হয় তা নিশ্চিত করতে আপাতত বিমান হামলা বন্ধ রাখা হচ্ছে।

সিরিয়ায় দীর্ঘ পাঁচ বছর গৃহযুদ্ধ চলার পর শুক্রবার মধ্যরাত থেকে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রায় ১শটি বিদ্রোহী গোষ্ঠী যুদ্ধবিরতি মেনে চলার ব্যাপারে সম্মতি জানায়। তবে, সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস ও আল-কায়েদা সংশ্রিষ্ট গোষ্ঠী ও নুসরা ফ্রন্টকে চুক্তির আওতায় রাখা হয়নি। সংশ্লিষ্ট পক্ষ গুলো এটি মেনে চললে এটাই হবে বিবদমান পক্ষগুলোর মধ্যে লড়াইয়ের প্রথম বিরতি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সব পক্ষকেই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে চলার আহবান জানিয়েছে।

সিরিয়া সরকারকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘বিশ্ব সিরিয়ার দিকে নজর রাখছে।’ এর আগে শুক্রবার সিরিয়ায় বিদ্রোহীদের লক্ষ্য করে রাশিয়া বিমান হামলা চালিয়েছে বলেও খবর পাওয়া গেছে।

এদিকে, সিরিয়ায় নিয়োজিত জাতিসংঘের বিশেষ দূত স্তাফ্যান দি মিস্তুরা ঘোষণা দিয়েছেন, যুদ্ধবিরতি অব্যাহত থাকলে আগামী ৭ মার্চ সুইজারল্যা ন্ডের জেনেভায় সরকার ও বিরোধীপক্ষের শান্তি আলোচনা শুরু হবে।

উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে আড়াই লাখ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি মানুষ। সূত্র: বিবিসি, আলজাজিরা

/এফইউ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা