behind the news
Vision  ad on bangla Tribune

চীনে বায়ু দূষণ: সচেতনতা তৈরিতে অভিনব প্রচারণা

বিদেশ ডেস্ক১৬:৩৯, মার্চ ০১, ২০১৬

চীনের বায়ু দূষণের মাত্রা এখন আর হাস্যরসের পর্যায়ে নেই। তবে বায়ু দূষণ সম্পর্কে সচেতনতা তৈরিতে চীনে শুরু হয়েছে এক অভিনব প্রচারণা যা কিনা একই সঙ্গে হাস্যরস উদ্রেক করবে, সৃষ্টি করবে সচেতনতাও।

_88511868_c19ca481-a440-46ea-96c7-864c2339670a

এই প্রচারণার অংশ হিসেবে ইন্টারনেটে প্রকাশ করা হয় একটি ভিডিও। এই ভিডিওতে দেখানো হয়, মানুষের নাকে গোঁফের মত দীর্ঘ চুল বেড়ে উঠেছে যা কিনা দূষিত ধোঁয়া শরীর থেকে বের করে দিতে সক্ষম।

এই প্রচারণার উদ্দেশ্য, মানুষের কাছে এই বার্তা পৌঁছানো যে, যদি জনগণ সচেতন হয়ে বায়ু দূষণের প্রতিকার না করে, তবে এই দূষণই পাল্টে দেবে মানুষকে।

ওয়াইল্ডএইড নামের একটি সংগঠন এই প্রচারণার উদ্যোগ নেয়। এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সরকারি পদক্ষেপের জন্য অপেক্ষা করে না থেকে নাগরিকরাই যেন দূষণ প্রতিরোধে এগিয়ে আসে, সে জন্যই এ ধরণের প্রচারণা হাতে নেওয়া হয়েছে।সূত্রঃ বিবিসি

/ইউআর/  

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ