X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
সুপার টিউসডে

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থিতার অন্যতম লড়াই শুরু

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৬, ১৮:১৭আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৮:১৭
image

যুক্তরাষ্ট্রে প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে সুপার টিউসডে খুব গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার টিকিট পেতে ‘সুপার টিউসডে’ নামের সবচেয়ে বড় লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীরা। মঙ্গলবার সম্ভাব্য প্রার্থী বেছে নিতে ভোট দিতে শুরু করেছেন ১২টি অঙ্গরাজ্যের মানুষ। ভারমন্ট থেকে কোলোরাডো, আলাস্কা থেকে আমেরিকান সামোয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটারদের মধ্যে ভোটের আমেজ বিরাজ করছে। প্রথমে ভোর ৫টায় ভারমন্টে ভোটগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। আর আলাস্কায় ভোটগ্রহণ শেষ হওয়ার মধ্য দিয়ে ১৯ ঘণ্টা পর চূড়ান্ত ভোটগ্রহণ শেষ হবে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা প্রত্যাশীদের দলীয় প্রাথমিক বাছাইয়ের নাম ‘সুপার টিউসডে’।  এদিন ১২টি অঙ্গরাজ্যে একযোগে ভোটাভুটি হয়। কারা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা পেতে যাচ্ছেন,‘সুপার টিউসডে’তে সে সম্পর্কে বেশ খানিকটা ধারণা পাওয়া যায়। সে কারণেই দিনটি গুরুত্বপূর্ণ।
এটাই সবচেয়ে বেশি সংখ্যক অঙ্গরাজ্যে একযোগে প্রাথমিক বাছাইয়ের আয়োজন। এদিন নিজ নিজ দলের ডেলিগেট বা প্রতিনিধিরা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেন। বিশাল এলাকার কারণে প্রার্থিতা প্রত্যাশীরা আঞ্চলিক নয়,বরং জাতীয় ভিত্তিতে প্রচার চালাতে বাধ্য হন। ১৯৮৮ সাল থেকে এ প্রথা চালু হয়।
মঙ্গলবার আলাবামা, আরকানসাস, জর্জিয়া, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ভারমন্ট ও ভার্জিনিয়া- এই ১০টি রাজ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। তাছাড়া আলাস্কা অঙ্গরাজ্যে শুধু রিপাবলিকানদের এবং কলোরাডো অঙ্গরাজ্যে শুধু ডেমোক্র্যাটদের প্রাথমিক বাছাই হবে। এর পাশাপাশি সামোয়া দ্বীপেও ডেমোক্র্যাটদের প্রাথমিক বাছাই হবে।

মূলত ‘সুপার টুয়েসডে'তে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি থেকে কোন কোন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পাবেন তার একটা সম্ভাব্য ধারণা পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে কালকের ভোটাভুটিতে দুই শিবির থেকে এগিয়ে থাকবেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প।
এবারের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রার্থিতার দৌড়ে এগিয়ে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। আর রিপাবলিকান পার্টি থেকে এগিয়ে আছেন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প,টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং ফ্লোরিডার সিনেটর মার্ক রুবিও।

১ ফেব্রুয়ারি আইওয়া ককাসের মধ্য দিয়ে শুরু হওয়া দলীয় মনোনয়নের দৌড় শেষ হবে ১৪ জুন ওয়াশিংটন ডিসিতে। সূত্র: বিবিসি, আলজাজিরা

/এফইউ/

সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বশেষ খবর
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়