X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১
দিল্লি সরকারের তদন্ত

‘তিনটি ভিডিও ভুয়া, রাষ্ট্রবিরোধী স্লোগান দেননি কানহাইয়া’

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৬, ২০:৩৮আপডেট : ০৩ মার্চ ২০১৬, ২০:৩৮
image

কানহাইয়া কুমার জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কানহাইয়া কুমারের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়া’র অভিযোগের প্রমাণ পাননি দিল্লি সরকারের নিয়োগকৃত তদন্তকারীরা। দিল্লির জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমারের নেতৃত্বে হওয়া ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কানহাইয়ার বিরুদ্ধে যায়, এমন কোনও সাক্ষ্য-প্রমাণ তারা পাননি। ‌উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী স্লোগানের অভিযোগের ওপর ভিত্তি করেই কানহাইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে পুলিশ। গতকাল বুধবার ছয়মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।
দিল্লি সরকার গঠিত তদন্ত দলের প্রতিবেদনে বলা হয়, নেহেরু বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এরইমধ্যে বেশ কয়েকজনকে শনাক্ত করেছেন। তবে কানহাইয়া কুমার যে স্লোগান দিয়েছেন সে ব্যাপারে প্রত্যক্ষ্যদর্শীর বর্ণনা কিংবা ভিডিও পাওয়া যায়নি।
তদন্তকারীরা জানান, গত ৯ ফেব্রুয়ারি আফজাল গুরুর ফাঁসির বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠানের ৭টি ভিডিও পাওয়া গেছে যেগুলো পরে হায়েদ্রাবাদভিত্তিক ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে তিনটি সাজানো ছিল যার একটি টিভি চ্যানেলের ক্লিপ।
সঞ্জয় কুমার বলেন, ‘বেশ কয়েকটি ভিডিওতে উমর খালিদকে দেখা গেছে। আর কাশ্মির ও আফজাল গুরুর প্রতি তার সমর্থনের কথা আগে থেকেই সবার জানা। তিনিই ওই বিক্ষোভের আয়োজক। তার ভূমিকার ব্যাপারে আরও বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন।’

উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি রাতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য। পরে তাদের রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার দেখানো হয়।

৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে আফজাল গুরুর সমর্থনে আয়োজিত বিতর্কিত কর্মসূচিতে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ১২ ফেব্রুয়ারি কানহাইয়া কুমারকে গ্রেফতার করে পুলিশ। এরপর ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশি রিমান্ডে রাখা হয়। পরে আদালত তাকে ২ মার্চ পর্যন্ত কারাগারে পাঠান। এর মধ্যে ২৫ ফেব্রুয়ারি পুলিশের আবেদনের প্রেক্ষিতে রিমান্ডে নেওয়া হয়। পরদিন পুনরায় তাকে তিহার জেলে পাঠানো হয়।

পুলিশের দাখিল করা অভিযোগে বলা হয়েছে, কানহাইয়া শুধু দেশবিরোধী স্লোগানই দেননি বরং ওই বিতর্কিত কর্মসূচির আয়োজকদেরও একজন ছিলেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে কানহাইয়া কুমারকে গ্রেফতারের বিরুদ্ধে তুমুল প্রতিবাদের মুখে গত ১৩ ফেব্রুয়ারি দিল্লি সরকার ওই তদন্ত দলটি গঠন করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফইউ/


সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা