behind the news
Vision  ad on bangla Tribune

জিম্বাবুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩০

বিদেশ ডেস্ক২১:২৪, মার্চ ০৪, ২০১৬আফ্রিকার দেশে জিম্বাবুয়েতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৬ জন। রাজধানী হারারে ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুলাবায়োর মধ্যকার প্রধান সড়কে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার দেশটির পুলিশ এ দুর্ঘটনার খবর জানায়।

পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা বলেন, আমি নিশ্চিত করছি যে, বৃহস্পতিবার একটি বাস ও একটি মিনিবাসের মধ্যে সংঘর্ষে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।

তিনি বলেন, উভয় চালকসহ ২৮ জন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। কোয়েকোয়ে হাসপাতালে ভর্তির পর অপর দু’জন মারা যান। আহতদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা বলেন, একটি বাসের টায়ার বিস্ফোরিত হলে এটি দিক পরিবর্তন করে সড়কের অপর পাশে চলে যায়। এতে দুর্ঘটনা ঘটে। অবস্থা দেখে মনে হয়, একজন বা উভয় চালকই দ্রুতবেগে গাড়ি চালাচ্ছিলেন।

/এমপি/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ