Vision  ad on bangla Tribune

বন্ধের একমাস পর লিফটে নারীর মৃতদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক১৯:১১, মার্চ ০৬, ২০১৬

চীনে একটি আবাসিক ভবনে লিফট বন্ধের একমাস পর এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দেশটির আঞ্চলিক সরকারের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।  বিবিসির এক খবরে এ কথা বলা হয়েছে।
শিয়ানের  কেন্দ্রীয় শহরের একটি আবাসিক ভবনের লিফটে এ ঘটনা ঘটে। গত ৩০ জানুয়ারি লিফট মেরামতকারী দুই কর্মী লিফটের সুইচটি বন্ধ করেন। পরে ১ মার্চ আরেকদল মেরামতকর্মী লিফটে এসে ওই নারীর মৃতদেহ দেখতে পায়। পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লিফটের ভেতরে আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ৪৩ বছরের ওই নারী ভবনটিতেই বাস করতে। তার পরিবারের সদস্যরা খুব বেশি দেখা করতে আসতেন না। মেরামতের সময় কর্মীরা চিৎকার করে জানতে চেয়েছিল লিফটে কেউ আছে কি না। কিন্তু সুইচ বন্ধ করার আগে ঠিকমতো তারা খতিয়ে দেখেনি আসলেই কেউ লিফটে আছে কিনা। এটাকে দায়িত্বে বড় অবহেলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

লুনার নিউ ইয়ারের উৎসবের কারণে পরবর্তী মেরামতকারীদের আসতে দেরি হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সূত্র: বিবিসি।

/এএ/

লাইভ

টপ