X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সোমালিয়ায় মার্কিন ড্রোন হামলায় নিহত ১৫০

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৬, ০৯:০০আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১০:০০

আফ্রিকার দেশ সোমালিয়ায় মার্কিন ড্রোন হামলায় দেশটির চরমপন্থী সংগঠন আল-শাবাবের ১৫০ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

সোমবার পেন্টাগন জানিয়েছে, সপ্তাহ শেষে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ১৯৫ কিলোমিটার উত্তরে আল শাবাবের একটি প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে এই অপারেশন সফল করা সম্ভব হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস জানান, আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অপারেশন সফল হয়েছে। তারা সোমালিয়ায় মার্কিন ও আফ্রিকান ইউনিয়ন বাহিনীর ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল।

সোমালিয়ায় মার্কিন ড্রোন হামলায় নিহত ১৫০

ক্যাপ্টেন জেফ ডেভিস জানান, ওই প্রশিক্ষণ ক্যাম্পটিতে ২০০-এর মতো জঙ্গির উপস্থিতি ছিল। হামলা চালানোর আগে কয়েক সপ্তাহ ধরে ক্যাম্পটি পর্যবেক্ষণ করে মার্কিন বাহিনী।

সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় দুর্গম গ্রামগুলোতে লোকজনের দারিদ্র্যের সুযোগ নিয়ে সেখানে নিজেদের প্রভাব বিস্তার করে আল-শাবাব। ২০০৮ সালে যুক্তরাষ্ট্র সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এক সময় সোমালিয়ার তৃতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মাকিসামুইর তাদের নিয়ন্ত্রণাধীন ছিল। এছাড়া বেশকিছু বিমান বন্দর, সমুদ্রবন্দর, নদীবন্দরেও তাদের প্রভাব রয়েছে। এটাও তাদের আয়ের অন্যতম উৎস।

২০০৬ সালে সোমালিয়ার অন্তর্বর্তীকালীন সরকার এবং ইথিওপিয়ার সামরিক জোটকে পরাজিত করে আল-শাবাব। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে সোমালিয়া সরকার এবং আফ্রিকান ইউনিয়নের যৌথবাহিনীর কাছে পরাজিত হয়ে কিসমায়ো বন্দর এলাকার নিয়ন্ত্রণ হারায়। এতে জঙ্গি গ্রুপটি চরম অর্থনৈতিক সংকটে পড়ে। ২০১০ সালে বিশ্বকাপের সময় উগান্ডায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে ৭৬ জনকে হত্যা করে। ২০১৩ সালে কেনিয়ায় বড় হামলা চালায়। নাইরোবির ওয়েস্ট গেট শপিং মলের ওই হামলায় ৬৮ জন নিহত হয়। গত ফেব্রুয়ারিতে সোমালিয়ায় আল শাবাবের একাধিক হামলায় নিহত হন প্রায় অর্ধশত মানুষ। সূত্র: আল জাজিরা। 

/এমপি/

সম্পর্কিত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া