X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিরোধিতার মধ্যেই নারী সুরক্ষা আইনকে পাকিস্তানি ধর্মীয় নেতার সমর্থন

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৬, ১৭:৪২আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৭:৫২
image

পাকিস্তান উলামা কান্সিলের (পিইউসি) প্রধান হাফিজ মোহাম্মদ তাহির আশরাফি পাকিস্তানের পাঞ্জাবে যখন নারী সুরক্ষা আইন ২০১৬-কে ধর্মীয়গোষ্ঠী এবং দলের তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে, তখন এক ধর্মীয় নেতা এই আইনকে সমর্থন জানিয়ে বলেছেন, ইসলামে নারীর ওপর সহিংস হওয়ার অধিকার নেই।
সম্প্রতি, পাঞ্জাবে উইমেন’স প্রটেকশন অ্যাক্ট (নারীর সুরক্ষাবিষয়ক আইন) নামে নতুন একটি আইন পাস হয়। আইনের আওতায়, পারিবারিক ও মানসিক নির্যাতন এবং যৌন নিপীড়ন থেকে নারীকে আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়। একইসঙ্গে বিনামূল্যে নির্যাতনের অভিযোগ জানাতে একটি রিপোর্টিং হটলাইন তৈরি এবং নারীদের জন্য আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠার কথাও বলা হয় নতুন আইনে। আর আইনটি পাস হওয়ার পর পরই ধর্মীয় নেতারা এর বিরোধিতায় মুখর হয়ে ওঠেন।
তবে সে বিরোধিতায় সমর্থন না জানিয়ে নারীর সুরক্ষার পক্ষেই অবস্থান নেন পাকিস্তান উলামা কান্সিলের (পিইউসি) প্রধান হাফিজ মোহাম্মদ তাহির আশরাফি। তিনি বলেন, নারী শিক্ষা বন্ধের জন্যে যেসব কথা সামনে আনা হচ্ছে, তার সঙ্গে ইসলামের কোনও যোগাযোগ নেই। তিনি বলেছেন, ‘তারা অজ্ঞতার বশবর্তী হয়ে এসব কথা বলছেন, অথচ নারী সুরক্ষা আইন নারীর ওপর সহিংসতা বন্ধে কাজ করবে। এই আইনে দেশের পরিবারব্যবস্থা ভেঙে পড়বে বলে কিছু ইসলামী তাত্ত্বিকরা সমালোচনা করছেন, কিন্তু এর সাথে এই আইনের কোনও সম্পর্ক নেই।’
এই ইসলামী নেতা পিইউসি-র নারী সংগঠন এবং নারী শিক্ষার্থীদের সঙ্গে সোমবার এক মতবিনিময় সভায় ইসলামী নেতাদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, দেশের সংস্কারমূলক আইনের সমালোচনা না করে ধর্মীয় নেতাদের এ সম্পর্কে প্রগতিশীল পরামর্শ দেওয়া উচিত। তিনি বলেন, ‘আমি সকল আলেমদের আহ্বান জানাই, নারী শিক্ষার ক্ষেত্রে দায়বদ্ধ ভূমিকা রেখে যৌতুকের মতো সামাজিক সমস্যাগুলোকে সমূলে উচ্ছেদ করতে উদ্যোগী হোন।’ আশরাফি জানান, পিইউসি গঠনের পর থেকেই সংগঠনটি নারী অধিকারের প্রতি সচেষ্ট রয়েছে।

পিইউসি হাতেগোনা কয়েকটি ধর্মীয় সংগঠনের একটি, যারা মুমতাজ কাদরির মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান নেয়নি। মৃত্যুদণ্ড কার্যকরের দিন হাসান আশরাফি বলেছিলেন, ‘মুমতাজ কাদরির মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হলো। আর জনগণের জানমালের সুরক্ষা এবং আইনের বাস্তবায়ন করাটা সরকারের দায়িত্ব।’

পিইউসি চেয়ারপারসন বলেন, ‘ইসলাম পুরুষকে নারীর ওপর সহিংস হওয়ার অধিকার দেয়নি। বরং ঘরের মধ্যে কন্যা, স্ত্রী এবং নারীদের নির্যাতনকারী পুরুষদের বিরুদ্ধে যথাযোগ্য শাস্তির বিধান করাটাই ইসলামের শিক্ষা।’ সূত্র:ডন

/এসএ/এফইউ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!