X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দিল্লিতে ধর্ষণের পর কিশোরীকে পুড়িয়ে হত্যা

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৬, ১৯:২৮আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৯:২৯
image

ভারতের রাজধানী দিল্লির নয়ডা এলাকার তিগ্রি গ্রামে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা করেছে এক যুবক। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে দিল্লির সফদারজং হাসপাতালে ভর্তি করা হয়। তাকে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল, সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নিপীড়িতের বাবা-মা তাদের মেয়ের আর্তনাত শুনতে পান। চিৎকার শুনে তারা বের হয়ে দেখেন মেয়েটির শরীর আগুনে পুড়ে যাচ্ছে। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তাররা জানিয়েছেন, ওই কিশোরীর শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। 

এই ছাদেই কিশোরীটিকে ধর্ষণের পর আগুন লাগিয়ে দেওয়া হয়

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রাকেশ যাদব বিবিসিকে বলেছেন, ‘অভিযুক্ত অজয় শর্মা ওই কিশোরীকে বাড়ির ছাদে দেখা করতে বলে। সেখানেই অজয় তাকে ধর্ষণ করে এবং এরপর কিশোরীটির শরীরে আগুন ধরিয়ে দেয়।’ তিনি আরও বলেন, ‘আমরা মেডিকেল রিপোর্টের অপেক্ষা করছি। তবে মেয়েটির শরীরের অধিকাংশই পুড়ে গেছে।’

ধর্ষণের শিকার কিশোরীর বাবা পেশায় একজন দর্জি এবং তিগ্রি গ্রামে একটি দোকান চালান। তিনি বলেন, অজয় ও তার মেয়ের মধ্যে সম্পর্ক ছিল। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অজয় তার মেয়ের সঙ্গে দেখা করতে যায়। তারা বাড়ির ছাদে দেখা করে। ওই সময় অজয় তার মেয়েকে ধর্ষণ করে এবং গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে ঘটনাস্থল থেকে সে পালিয়ে যায়। মেয়ের চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে যান।

কিশোরীর বাবা আরো বলেন, ১০ মাস আগে তিনি অজয়ের পরিবারের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেন। ওই সময় আর সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছিল অজয়ের পরিবার। এই পরিপ্রেক্ষিতে ওই সময় পুলিশের কাছে অভিযোগ করা হয়নি। ওই কিশোরী দশম শ্রেণির ছাত্রী ছিল। কিন্তু ওই যুবকের উত্যক্তের কারণে সে গত বছর স্কুলে যাওয়া বন্ধ করে দেয় বলে ওই কিশোরীর বাবা অভিযোগ করেন।

তিগ্রি গ্রামে পুলিশের সতর্ক উপস্থিতি

পুলিশ জানিয়েছে, ধর্ষণে অভিযুক্ত ও ধর্ষণের শিকার দুজনেই ভিন্ন ধর্মের। এ ঘটনায় উত্তেজনার ছড়িয়ে পড়ার আশঙ্কায় তিগ্রি গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাকেশ যাদব আরও জানান, ওই যুবকের বিরুদ্ধে আগেই ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছিল, এখন হত্যা চেষ্টা মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হবে। এই ঘটনা পেছনে ত্রিভুজ প্রেমের ঘটনা থাকতে পারে বলে ওই পুলিশ কর্মকর্তা ধারণা করছেন। সূত্র: বিবিসি, এনডিটিভি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ