X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানে চীনা সেনা, উদ্বেগে ভারত!

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৬, ১৫:১০আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৫:১০
image

গোয়াদার বন্দর আর জিনজিয়াংকে সংযোগকারী ৩ হাজার কিলোমিটার দীর্ঘ অর্থনৈতিক করিডোরের সুরক্ষা নিশ্চিত করতে পাকিস্তানে সেনা মোতায়েন করতে যাচ্ছে চীন। পাশাপাশি মহাসড়কের সুরক্ষায় পাকিস্তান তিনটি স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এবং দুটি অতিরিক্ত আর্টিলারি রেজিমেন্ট করবে। ভারত সরকারের কাছে এমন তথ্য হাজির করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সেইসঙ্গে পাকিস্তানে চীনা সেনা মোতায়েনের সিদ্ধান্তের খবরে উদ্বেগ জানিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এইসব কথা বলা হয়েছে।
উল্লেখ্য, একটি ব্রিগেড তিনটি রেজিমেন্ট নিয়ে গঠিত। আর এসব রেজিমেন্টের প্রতিটির সদস্য সংখ্যা প্রায় ১ হাজার।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরটি পাকিস্তানের অশান্ত প্রদেশ বলে বিবেচিত বেলুচিস্তান থেকে শুরু হয়ে মাকারান উপকূল দিয়ে উত্তর দিকে মোড় নিয়ে লাহোর আর ইসরামাবাদকে যুক্ত করেছে। এরপর তা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের গিলগিত-বালতিস্তান হয়ে কারাকোরাম হাইওয়ে দিয়ে চীনের জিনজিয়াং অঞ্চলের কাশগারে গিয়ে শেষ হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, যদিও মহাসড়কের সুরক্ষার জন্য পাকিস্তানে চীনা সেনা মোতায়েন করা হচ্ছে, তারপরও তা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। গিলগিত-বালতিস্তান এলাকায় চীনা সেনার উপস্থিতি নিয়ে আগেও উদ্বেগ জানিয়েছিল ভারত।

চীনা সেনা
ভারতের শীর্ষস্থানীয় এক সরকারি কর্মকর্তা পাকিস্তানে চীনা সেনা মোতায়েনের ব্যাপারে উদ্বেগ জানিয়ে বলেন, ‘আমরা ব্যাপারটিকে সূক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছি। পাকিস্তানে মোতায়েন হতে যাওয়া চীনা সেনার সংখ্যার ব্যাপারে আমাদের স্বচ্ছ ধারণা আছে।’
২০১৬ সালের ডিসেম্বর নাগাদ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরটিতে প্রথম পর্যায়ের কার্যক্রম শুরুর কথা রয়েছে। আর তিন বছরের মধ্যে এটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলেও আশা করা হচ্ছে। অর্থনৈতিক করিডোরটির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে চীনের দূরত্ব ১২ হাজার কিলোমিটার কমে যাবে।

গত বছরের এপ্রিলে চীনা প্রধানমন্ত্রী শি জিনপিং-এর পাকিস্তান সফরে দুদেশের মধ্যে অর্থনৈতিক করিডোর নির্মাণের ব্যাপারে সমঝোতা হয়। প্রকল্পের জন্য ৪৬ শ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন চীনা প্রধানমন্ত্রী। সূত্র: এনডিটিভি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে