behind the news
Vision Led ad on bangla Tribune

সিরিয়া ছেড়ে দেশের পথে রুশ যুদ্ধবিমানের প্রথম বহর

বিদেশ ডেস্ক১৬:০৮, মার্চ ১৫, ২০১৬

সিরিয়া ছাড়তে শুরু করেছে রুশ যুদ্ধবিমানরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ পাওয়ার পর যুদ্ধবিমানসহ রুশ বাহিনী অবশেষে সিরিয়া ছাড়তে শুরু করেছে। এরইমধ্যে রুশ বিমানের প্রথম বহরটি সিরিয়ার বিমানঘাঁটি ছেড়ে গেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘মঙ্গলবার সকালে সিরিয়ার হামেইমিম বিমানঘাঁটি থেকে কিছু রুশ বিমান ছেড়ে গেছে।’ যাত্রাপথে যুদ্ধবিমানগুলো রাশিয়ার বিভিন্ন বিমানঘাঁটিতে থামবে এবং জ্বালানি সংগ্রহ করবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। সিরিয়া থেকে রাশিয়ার বাহিনীর একটি বিশাল অংশ প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে ভ্লাদিমির পুতিনের ঘোষণার একদিন পরই বিবৃতিটি দেওয়া হলো।
আইএসবিরোধী অভিযান শুরুর পাঁচ মাসেরও বেশি সময় পর সোমবার সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের ঘোষণা দেন পুতিন। সিরিয়ায় শান্তিচুক্তি ইস্যুতে জেনেভায় চলমান আলোচনার প্রথম দিনে আচমকা এ ঘোষণা দেওয়া হয়।
তবে সিরিয়ায় রাশিয়ার বিমান ও নৌ ঘাঁটিগুলো বহাল থাকবে এবং সেখানে কিছু সেনা মোতায়েন থাকবে বলেও জানিয়ে দেন পুতিন। তবে ঠিক কত সংখ্যক রুশ বিমান কিংবা রুশ সেনা প্রত্যাহার করা হচ্ছে তা জানাননি পুতিন। সিরিয়ায় ঠিক কতসংখ্যক রুশ সেনা মোতায়েন করা হয়েছিল তা কখনও জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, সিরিয়ায় রুশ সেনা উপস্থিতির সংখ্যা ৩০০০-৬০০০।

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ