behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

মনোনয়ন না পেলে দাঙ্গার হুমকি ট্রাম্পের!

বিদেশ ডেস্ক১৫:১৩, মার্চ ১৭, ২০১৬

প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে মনোনয়ন না দিলে যুক্তরাষ্ট্রে দাঙ্গা বাঁধবে বলে নিজের দল রিপাবলিকান পার্টির নেতাদের হুঁশিয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে জয় পাওয়ার পর সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট খবরটি নিশ্চিত করেছে।
বেশ কিছুদিন থেকেই নির্বাচনী প্রচারে ব্যবসায়ী ট্রাম্পের বিতর্কিত নানা বক্তব্যে ক্ষুব্ধ রিপাবলিকান পার্টির নেতাদের মধ্য থেকেই তাকে প্রার্থী হিসেবে সমর্থন না করতে প্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। তারা বলছেন, ১ কোটি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো, মুসলিমদের যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করা, মেহিকো সীমান্তে দেয়াল তৈরির যে কথাগুলো ট্রাম্প বলছেন, তা রিপাবলিকান পার্টির নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
এসবের প্রতিক্রিয়ায় ট্রাম্প সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘দলের বিপুল সংখ্যক প্রতিনিধির সমর্থন নিশ্চিতের পরও যদি তাকে মনোনয়ন দেওয়া না হয়, তবে দাঙ্গা বাঁধবে।’ তিনি হুঁশিয়ার করে বলেন, ‘আমি মনে করি না, আপনারা ভাবছেন যে আমার জয় এমনি এমনি আসছে। আপনারা দাঙ্গা ডেকে আনবেন, দাঙ্গা ডেকে আনবেন। কেননা আমার পেছনে এখন লাখো মানুষ রয়েছে।’
তবে বিশ্লেষকরা মনে করছেন, ৬৯ বছর বয়সী ট্রাম্পকে থামাতে খোদ তার দলের নেতারা এখন মাঠে নামলেও তাতে অনেক দেরি হয়ে গেছে। কেননা প্রার্থিতার দৌড়ে থাকা টেড ক্রুজ ও ক্যাচিসকে অনেক পেছনে ফেলে দিয়েছেন ট্রাম্প। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট
/বিএ/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ