behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

আইএসকে সমর্থনের দায়ে সাড়ে ২২ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক২৩:২৪, মার্চ ১৮, ২০১৬

সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থনের দায়ে এক ব্যক্তিকে সাড়ে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা ওই ব্যক্তির নাম মুফিদ এলফগেহ। তার বিরুদ্ধে আইএসকে সমর্থন এবং তাদের হয়ে লোক নিয়োগের চেষ্টার অভিযোগ আনা হয়।

মুফিদ এলফগেহ

৩২ বছর বয়সি মুফিদ এলফগে নিউইয়র্কের রচেস্টারের একটি পিজার দোকানের মালিক। বৃহস্পতিবার ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে তার বিচারকার্য সম্পন্ন হয়। এ সময় তাকে ‘আইএসের হয়ে জনবল নিয়োগকারী প্রথম বন্দি হিসেবে আখ্যায়িত করা হয়।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনেকের মধ্যে আইএসকে সমর্থন দেওয়ার মত ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত বছরের ডিসেম্বরে এফবিআই কর্মকর্তারা গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে মুফিদকে শনাক্ত করতে সক্ষম হয়। তিনি ফেসবুক এবং হোয়াটস অ্যাপের মাধ্যমে আইএসের সঙ্গে যোগাযোগ করতেন। আইএস যোদ্ধা হিসেবে দুইজনকে সিরিয়া পাঠানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।

/এমপি/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ