X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় জিকা সংক্রমণ

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০১৬, ১১:৫০আপডেট : ২২ মার্চ ২০১৬, ১১:৫৩

প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় জিকা ভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ব্রাজিল সফর করে এসেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বের ৩০টি দেশে জিকা সংক্রমণের ঘটনা ঘটলো।

দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার ৪৩ বছর বয়সী ওই ব্যক্তিকে পরীক্ষার পর তার শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়। তাকে গোয়ানজু শহরে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে জিকা ভাইরাসের ফলে মাইক্রোসেফালিতে (অস্বাভাবিক আকৃতির মাথা নিয়ে জন্ম নেওয়া) আক্রান্ত শিশুদের জন্মের হার বাড়তে থাকায় নিজেদের উদ্বেগের কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেবল ব্রাজিলেই মাইক্রোসেফালিতে আক্রান্তের সংখ্যা অন্তত চার হাজার।

গত ফেব্রুয়ারিতে জিকা ভাইরাস নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক ড. মার্গারেট চ্যান জানান, জিকা ভাইরাস হালকা হুমকি থেকে বিপজ্জনক অবস্থায় চলে গেছে। জিকা প্রতিরোধের জন্য দ্রুত সমাধান খোঁজারও তাগিদ দিয়েছেন তিনি। আমেরিকান দেশগুলোতে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ থেকে ৪০ লাখ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন চ্যান।

দক্ষিণ কোরিয়ায় জিকা সংক্রমণ

মাইক্রোসেফালিতে আক্রান্ত শিশুর মস্তিষ্কের গঠন সম্পূর্ণরূপে হয় না। ফলে তাদের মাথা স্বাভাবিকের তুলনায় অনেক ছোট থাকে। এই সব শিশু বুদ্ধিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী হয়। এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। সাধারণত এডিস মশার মাধ্যমে এই ভাইরাসটি ছড়ায়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডাতেও জিকা সংক্রমণ ধরা পড়েছে।

এদিকে চলতি মাসেই মার্কিন গবেষকরা জিকার ভ্যাকসিন ব্যবহারের বিষয়ে নিজেদের আশাবাদের কথা জানিয়েছেন। তাদের প্রত্যাশা চলতি বছরই পরীক্ষামূলকভাবে এ ভাইরাসের ভ্যাকসিন ব্যবহার করা যাবে।

জিকা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিজেস। সংস্থাটির পরিচালক এবং এ গবেষণার প্রধান ব্যক্তি ড. অ্যান্হনি ফুজা’র প্রত্যাশা আগামী সেপ্টেম্বরের মধ্যেই এ ভ্যাকসিনটি পরীক্ষা করা যাবে। জিকা আক্রান্ত দেশগুলো থেকে ফিরে আসা প্রায় ১০০ জন মার্কিন নাগকিদের ওপর এ পরীক্ষা চালানো হবে।

এর আগে ইবোলা ভাইরাসে একটি ভ্যাকসিন সমৃদ্ধকরণের কাজ করেছিলেন এখানকার বিজ্ঞানীরা। এখন জিকার জন্যও অনুরূপ একটি ভ্যাকসিন তৈরির কাজ করছেন তারা। তবে এক্ষেত্রে তাদের মূল দৃষ্টি থাকবে গর্ভবতী নারীদের ওপর। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি