X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
ব্রাসেলস হামলার সন্দেহভাজনদের নাম প্রকাশ

আত্মঘাতী ‘দুই ভাই’ আব্দেসলামের এলাকাতেই থাকতেন!

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৬, ১৩:৫৭আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৩:৫৭
image

সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া দুই আত্মঘাতী ব্রাসেলসের বিমানবন্দরের সন্দেহভাজন দুই আত্মঘাতী হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করেছে বেলজিয়ামের সংবাদমাধ্যম আরটিবিএফ। প্রকাশিত পরিচয় অনুযায়ী আত্মঘাতী হামলাকারীরা দুই ভাই এবং আব্দেসলাম যে এলাকায় পালিয়ে ছিলেন, সেখানেই ভুয়া নামে বাড়ি ভাড়া করে থাকতেন তারা। এদিকে হামলা ও হতাহতের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া সন্দেহভাজনের খোঁজে চলছে ব্যাপক অভিযান। বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার দুই জায়গায় হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের প্রাণহানি এবং প্রায় ২৫০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বেলজিয়ামে নিহতদের স্মরণে চলছে তিনদিনের রাষ্ট্রীয় শোক। এরইমধ্যে সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস হামলার দায় স্বীকার করেছে। এদিকে প্যারিস হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে ব্রাসেলসে গ্রেফতার হওয়া আব্দেসলামকে বুধবার একটি প্রাক বিচারিক আদালতের সামনে হাজির করার কথা রয়েছে।
সিসিটিভি ফুটেজে তিন সন্দেহভাজন শনাক্ত হলেও তাদের দুজন আত্মঘাতী হামলাকারী ছিলেন। ওই দুই হামলাকারীর নাম খালিদ এল-বাকরাওই ও ব্রাহিম এল-বাকরাওই। সম্পর্কের দিক দিয়ে তারা পরস্পরের ভাই বলে নিশ্চিত করা হয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, ওই দুই হামলাকারীকে পুলিশ আগে থেকেই চিনতো এবং তাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড আছে। সংবাদমাধ্যমটি জানায়, ব্রাসেলসের ফরেস্ট এলাকায় ভুয়া নামে ফ্ল্যাট ভাড়া করেছিলেন খালিদ। ওই এলাকাতে গত সপ্তাহে পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত হন। ওই অভিযানের সময়ই পুলিশ প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালাহ আব্দেসলামের আঙ্গুলের ছাপ খুঁজে পায়। গত শুক্রবার আব্দেসলামকে গ্রেফতার করা হয়। 

ব্রাসেলসে হামলা

সিসিটিভি ফুটেজে শনাক্ত তৃতীয়জনকে হামলার সময়ে বোমাভর্তি স্যুটকেস ফেলেই ব্রাসেলস বিমানবন্দর থেকে বের হয়ে যেতে দেখা গেছে। আর তার খোঁজেই চলছে তল্লাশি। ইউরোপের মোস্ট ওয়ান্টেড এ ব্যক্তি সাদা কোট পরা ছিলেন। তার চোখে চশমা এবং মাথায় হ্যাট ছিল। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা জানান, তৃতীয় সন্দেহভাজন আগেই তার বোমাটি পরিত্যাগ করেছেন। বিমানবন্দর থেকে তার বের হয়ে যাওয়া পরিকল্পিত বলে মনে করছেন তদন্তকারীরা। কেউ কেউ আবার বলছেন, তৃতীয় সন্দেহভাজন তার বোমাটি বিস্ফোরিত না করতে পেরে তা রেখেই বিমানবন্দর থেকে পালিয়ে গেছেন। 

ব্রাসেলসের বিভিন্ন জায়গায় হামলার সময়ক্ষণ

এরইমধ্যে তৃতীয় সন্দেহভাজনের ছবিযুক্ত ‘ওয়ান্টেড’ পোস্টার ইস্যু করেছে বেলজিয়ামের পুলিশ। মঙ্গলবার রাতে বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হয়। সে সময় একটি বাড়ি থেকে নখ বোমা, আইএস-এর পতাকা আর বেশ কিছু ‘রাসায়নিক উপকরণ’ উদ্ধার করা হয়। সূত্র: বিবিসি, ডেইলি মেইল, গার্ডিয়ান

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা